shono
Advertisement

বাজারে নয়া ১০০ টাকার নোট আনছে আরবিআই!

কবে থেকে হাতে মিলবে এই নোট? The post বাজারে নয়া ১০০ টাকার নোট আনছে আরবিআই! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:19 PM Oct 03, 2017Updated: 12:49 PM Oct 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কিছুদিনের মধ্যেই সাধারণ মানুষের হাতে উঠবে নতুন একশো টাকার নোট। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শীঘ্রই নয়া নোট ছাপানোর কাজ শুরু করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisement

[  লুকোচুরি খেলায় ইতি, অবশেষে পুলিশের জালে হানিপ্রীত ]

নোট বাতিলের পর থেকেই নতুন নতুন নোটের দেখা মিলছে। যেমন অর্থমূল্যে নতুন, তেমনই নকশাতেও। পুরনো ৫০০,১০০০ টাকার নোট বাতিল হয়েছিল। বদলে এসেছিল নতুন ২০০০ টাকার নোট। কিছুদিন পর এসেছিল নতুন পাঁচশো টাকার নোটও। তবে চাহিদা মেটাতে নয়া ২০০ টাকার নোট আনার পরিকল্পনা নেওয়া হয়। ইতিমধ্যে সে কাজ শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। তবে নিত্যনতুন নোট আসায় একটি সমস্যা হচ্ছে। বিভিন্ন সাইজের নোট আসায় এটিএমগুলিকে রিক্যালিব্রেট করতে হবে, যা বেশ খরচের ও সময়সাপেক্ষ ব্যাপারও বটে। নতুন ২০০ টাকার নোটের ক্ষেত্রেও এই সমস্যা হবে। যদিও এখনও বাজারে এই নোট আসা শুরু হয়নি। সেই সমস্যা মেটাতে ও বাজারে নোটের জোগান অক্ষুণ্ণ রাখতে এবার নতুন একশো টাকার নোট আনার কথা ভাবা হচ্ছে। এটিএম-এ চারটি ক্যাসেটের মধ্যে একটি থেকে একশো টাকার নোট বেরোয়। ডিজাইন আলাদা হলেও নতুন একশো টাকার নোটের ক্ষেত্রে কোনওরকম ক্যালিব্রেশন দরকার লাগবে না বলেই জানা যাচ্ছে। এছাড়া বড় অর্থমূল্যের নোট ভাঙাতেও সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। সেক্ষেত্রেও সহায়ক হবে একশো টাকার নোট। সূত্রের খবর, আগামী বছরের এপ্রিলেই হাতে আসবে নতুন একশো টাকার নোট।

[  দেশপ্রেমের কোনও ‘এক্সপায়ারি ডেট’ হয় না, সাফ কথা গম্ভীরের ]

The post বাজারে নয়া ১০০ টাকার নোট আনছে আরবিআই! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement