shono
Advertisement

এবার প্রেসিডেন্ট ট্রাম্পকে সুরক্ষিত রাখবে ‘দ্য বিস্ট’

বিশ্বের সব থেকে ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্ট তিনি৷ The post এবার প্রেসিডেন্ট ট্রাম্পকে সুরক্ষিত রাখবে ‘দ্য বিস্ট’ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:59 PM Mar 02, 2017Updated: 09:29 AM Mar 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সব থেকে ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্ট তিনি৷ তার এক ইশারায় পাল্টে যেতে পারে পৃথিবীর মানচিত্র৷ আল কায়দা থেকে শুরু করে ইসলামিক স্টেট, সবার নিশানায় রয়েছেন তিনি৷ তাই এবার বিশ্বের সবথেকে ক্ষমতাশালী ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুরক্ষিত রাখতে আসছে ‘দ্য বিস্ট’৷

Advertisement

নতুন গ্রহের নাম রাখতে সাধারণ মানুষের কাছে আর্জি নাসার

এমাসের শেষের দিক থেকেই ‘ক্যাডিলাক ওয়ান’ বা ‘দ্য বিস্ট’ নামের বিশেষভাবে নির্মিত অত্যাধুনিক গাড়িতে সফর করবেন ট্রাম্প৷ দৈর্ঘে প্রায় দু’টি এসউভি গাড়ির থেকেও বড়, ওই অত্যাধুনিক গাড়িতে রয়েছে এমন সব ব্যবস্থা যা শুনলে চমক লাগবে সকলের৷ তা কি এমন বৈশিষ্ট্য গাড়িটির? হোয়াইট হাউস সূত্রে খবর, ‘জেনারেল মোটরস’ নির্মিত এই গাড়িটির দাম প্রায় ১.২ মিলিয়ন পাউন্ড ৷ এরকম ১২টি গাড়ি কেনা হবে৷ প্রায় ৮ টন ওজনের এই গাড়িগুলি যেকোনও জৈবিক, রাসায়নিক ও পারমাণবিক হামলা রুখতে সক্ষম৷ সমস্ত গাড়িটি মোড়া রয়েছে পুরু ধাতব পাতের বর্মে৷ অভেদ্য ওই বর্ম যেকোনও ধরনের গুলি ও বোমা আটকে দিতে পারে৷ ‘দ্য বিস্ট-এর’ জানলায় রয়েছে বিশেষ ধরনের বুলেট প্রুফ কাচ৷ হামলার মুখে পড়লে, পাল্টা হামলার জন্য গাড়িটিতে রয়েছে শটগান, টিয়ার গ্যাস ও গ্রেনেড লঞ্চার৷ তবে এই শেষ নয়৷ বিশ্বের সব থেকে সুরক্ষিত গাড়িটিতে রয়েছে ‘নাইট-ভিশন’ ক্যামেরা, বিশেষ ধরনের টায়ার যা গুলি লাগলেও ক্ষতিগ্রস্ত হবে না৷ এই গাড়ির জন্য চালক হিসেবে নিয়োগ করা হবে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ‘সিক্রেট সার্ভিসেস’-এর কর্মী৷ যুদ্ধ শুরু হলে এই গাড়ি থেকেই পরমাণু হামলার নির্দেশ দিতে পারবেন ট্রাম্প৷ এছাড়াও গাড়িটিতে রয়েছে চিকিৎসা ব্যবস্থা৷

‘ফিরে যাও, আমরা হেরে গিয়েছি’, বিদায়ী ভাষণ কুখ্যাত বাগদাদির

মার্কিন প্রেসিডেন্টের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ ভাবে তৈরি করা হয় এই গাড়িগুলি৷ আধুনিক বিজ্ঞানের নিদর্শন এই গাড়িগুলি প্রায় কখনও বিকল হয় না৷ শুধু ২০১৩ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ইজরায়েল সফরের সময় খারাপ হয়ে যায় তাঁর গাড়িটি৷ সেই সময় গাড়িতে ছিলেন না ওবামা৷ চালক ভুল করে গাড়িতে ভিন্ন জ্বালানি ভরে ফেলে বিকল হয়ে গিয়েছিল গাড়িটি৷

The post এবার প্রেসিডেন্ট ট্রাম্পকে সুরক্ষিত রাখবে ‘দ্য বিস্ট’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement