shono
Advertisement

রিয়েল এস্টেটে পুরনো নোটে এক লক্ষ দিলে মিলছে ৬০,০০০

শুধু লখনউয়ের নয়, উত্তরপ্রদেশের অন্যত্রও এ চিত্র দেখা গিয়েছে৷ The post রিয়েল এস্টেটে পুরনো নোটে এক লক্ষ দিলে মিলছে ৬০,০০০ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:07 PM Nov 19, 2016Updated: 10:14 AM Nov 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে রিয়েল এস্টেট ব্যবসায় আপনি যদি পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট সম্বলিত এক লক্ষ বিনিয়োগ করেন, তাহলে পাবেন ৬০ হাজার টাকা৷ আর পুরোটাই নতুন নোট৷ দিনকয়েক আগেই লখনউয়ের সফটওয়্যার ডেভেলপার মণীশ গুপ্ত এমনই একটি ফোন পেয়েছিলেন রিয়েল এস্টেট এজেন্টের কাছ থেকে৷ শুধু মণীশ নন, উত্তরপ্রদেশের অনেকে রিয়েল এস্টেট এজেন্টের কাছ থেকে এমন ফোন পেয়েছেন৷ দিনকয়েক আগেই কেন্দ্র সরকার ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিলের সিদ্ধান্ত নেয়৷ এর জেরে রিয়েল এস্টেট ব্যবসায় যে জোর প্রভাব পড়বে, তা আগেই আঁচ করেছিল সংশ্লিষ্ট মহল৷ আর তা হয়েছে-ও৷ বিশেষ করে ছোট রিয়েল এস্টেট ব্যবসায়ীদের উপর ভালই প্রভাব পড়েছে৷ অনেক প্রজেক্ট অর্ধেক অবস্থায় রয়েছে৷ এই মন্দা কাটানোর জন্যই নতুন পন্থা নিয়েছে এ রাজ্যের রিয়েল এস্টেট ব্যবসায়ীরা৷

Advertisement

শুধু লখনউয়ের নয়, উত্তরপ্রদেশের অন্যত্রও এ চিত্র দেখা গিয়েছে৷ কোথাও যেমন এক লক্ষ টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ৭০ হাজার, আবার কোথাও মিলবে মাত্র ৫০ হাজার টাকা৷

The post রিয়েল এস্টেটে পুরনো নোটে এক লক্ষ দিলে মিলছে ৬০,০০০ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement