shono
Advertisement

মুখ্যমন্ত্রীর নির্দেশে নিউটাউনের স্কুলে মেরামতি শুরু

এদিন স্কুলে গিয়ে পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস শিক্ষামন্ত্রীর৷ The post মুখ্যমন্ত্রীর নির্দেশে নিউটাউনের স্কুলে মেরামতি শুরু appeared first on Sangbad Pratidin.
Posted: 04:13 PM Feb 21, 2017Updated: 10:43 AM Feb 21, 2017

স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই নিউটাউনের ভাঙচুর হওয়া স্কুল মেরামতির কাজ শুরু হয়ে গেল৷ আর কিছুদিনের মধ্যেই ওই স্কুলে পঠনপাঠনও পুরোদমে শুরু হয়ে যাবে৷ এক প্রোমোটারের স্কুলবাড়ি ভেঙে দেওয়ার ঘটনার তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি স্পষ্টভাবেই জানিয়ে দেন, এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷

Advertisement

(বাগুইআটির ভাঙা স্কুল গড়ে দেবে সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর)

মঙ্গলবার সকালে স্কুলের অভিভাবক ও শিক্ষকরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন স্কুলে মেরামতির কাজ চলাকালীন আগামী মঙ্গলবার পর্যন্ত স্কুলে পঠনপাঠনের কাজ বন্ধ থাকবে৷ সোমবারই স্কুলে পঠনপাঠনের কাজ সাময়িকভাবে শুরু হয়েছিল৷ কিন্তু স্কুলে মেরামতির কাজ শুরু হওয়ায় আপাতত পঠনপাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা৷ পরবর্তীকালে প্রয়োজনে রবিবারও ক্লাস করা হবে৷ আগামী মঙ্গলবারের পরই স্কুলে সিলেবাস দেওয়া হবে৷ স্কুলের বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করে জোরকদমে স্কুল মেরামতির কাজ চলছে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার বেলায় স্কুলে নির্মাণ কাজের পরিস্থিতি দেখতে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন আপনি নিজে গিয়ে ওই স্কুলে পরিদর্শন করবেন৷ তাই এসেছি৷ শিক্ষাদফতর সবরকমভাবেই এই স্কুলের পাশে থাকবে৷” নিউটাউনের দশদ্রোণে লীলাদেবী মেমোরিয়াল ইনিস্টিটিউট নামে ওই স্কুল ভাঙার ঘটনায় ওই প্রোমোটার ছাড়া আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ৷

(মাধ্যমিকের আগে এই বিষয়গুলিতেই পড়ুয়াদের সতর্ক করলেন পর্ষদ সভাপতি)

The post মুখ্যমন্ত্রীর নির্দেশে নিউটাউনের স্কুলে মেরামতি শুরু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement