অর্ণব দাস, বারাকপুর: নৈহাটি পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ। চেয়ারম্যানের ছেলের নাম জড়ালের রাজ্যের বিরোধী দলনেতা। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। অভিযোগকে কেন্দ্র করে শোরগোল রাজনৈতিক মহলে।
শুক্রবার সন্ধেয় নৈহাটির গৌরী চৌমাথা সংলগ্ন মিরাবাগান মাঠে সভা করেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা শুভেন্দু বলেন, “অয়ন শীলের সংস্থার মাধ্যমে পুরসভায় নিয়োগ দুর্নীতির লিস্ট আমার কাছে আছে। পাঁচটা পাঁচটা করে সেই নাম ছাড়তে শুরু করব। নৈহাটি পুরসভার সেই তালিকায় চেয়ারম্যানের ছেলের নামও আছে।” বিরোধী দলনেতার এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
[আরও পড়ুন: ধূপগুড়িতে শুভেন্দুকে ‘চোর চোর চোরটা’ স্লোগান, চা শ্রমিকের বাড়িতে সারলেন মধ্যাহ্নভোজ]
তবে সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। রবিবার তিনি বলেন, “সমস্ত নিয়ম মেনেই নৈহাটি পুরসভায় নিয়োগ হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের পুরসভায় বেআইনিভাবে যদি কোনও নিয়োগের প্রমাণ শুভেন্দু অধিকারী দিতে পারেন, তাহলে আমি চেয়ারম্যান পদ ছেড়ে দেব।”