shono
Advertisement

ক্রিকেটেও এবার থেকে লাল কার্ড

প্রস্তাব এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির৷
Posted: 04:33 PM Dec 08, 2016Updated: 11:03 AM Dec 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্পায়ারকে ভয় দেখানো, অন্য কোনও খেলোয়াড়, আম্পায়ার বা দর্শককে শারীরিকভাবে নিগ্রহ করা এবং খেলার সময় মাঠে অশালীন আচরণ করে কাউকে উত্ত্যক্ত করার চেষ্টা!

Advertisement

এই তিনটের কোনও একটা ঘটলেই এবার থেকে সংশ্লিষ্ট ক্রিকেটারকে লাল কার্ড দেখানোর ক্ষমতা থাকছে আম্পায়ারদের হাতে৷ অর্থাৎ, ফুটবলের মতো এবার ক্রিকেটেও লাল কার্ড দেখানোর ব্যবস্থা থাকছে৷ প্রস্তাব এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির৷ আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মকানুন কী হওয়া উচিত, সেটা মোটামুটি ঠিক করে এই কমিটিই৷ যার প্রধান প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইক ব্রিয়ারলি৷ কমিটিতে আছেন রিকি পণ্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ব্রেন্ডন ম্যাকুলামের মতো ব্যক্তিত্ব৷ ব্রিয়ারলি বুধবার মুম্বইতে এই মিটিংয়ের পর সাংবাদিক সম্মেলনে বললেন, এখনও পর্যন্ত ক্রিকেট এমন একটা খেলা, যাতে মাঠে অভব্য আচরণ বা অখেলোয়াড়োচিত আচরণের জন্য ম্যাচ চলাকালীন কোনও শাস্তির বিধান নেই৷ এখন যা পরিস্থিতি, তাতে এটার বদল প্রয়োজন৷

ব্রিয়ারলি বললেন, “আমরা সমীক্ষা চালিয়েছি আম্পায়ারদের মধ্যে৷ ৪০ শতাংশই বলেছেন, তাঁরা দায়িত্ব ছাড়ার কথা ভেবেছেন৷ কারণ, লিগ ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট, সব ক্ষেত্রেই তাঁদের প্রতি খেলোয়াড়দের আচরণ একেক সময় সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে৷ যেহেতু তখনই কোনও ব্যবস্থা নেওয়ার নিয়ম নেই, তাই যত দিন যাচ্ছে ততই খেলোয়াড়দের ব্যবহার খারাপ হচ্ছে৷ সুতরাং, পরিস্থিতি বদলেছে৷ তাই এর বদল প্রয়োজন৷”
তাই প্রস্তাব এসেছে, এমন পরিস্থিতিতে আম্পায়াররা লাল কার্ড দেখাতে পারবেন৷ যদিও ব্রিয়ারলি বলেছেন, “চূড়ান্ত অবস্থাতেই একমাত্র এই কার্ডের ব্যবহার করতে পারবেন আম্পায়াররা৷” খুব এদিক-ওদিক না হলে আগামী বছর অক্টোবর থেকেই সব ধরনের ক্রিকেটে এটা চালু হয়ে যাওয়ার কথা৷ ব্রিয়ারলির কথায়, “কুড়ি ওভারের ম্যাচ হোক বা পাঁচ দিনের টেস্ট, লাল কার্ড দেখলে ম্যাচের বাকিটা বাইরে বসতে হবে৷” অর্থাত্, বাকি ম্যাচটা সংশ্লিষ্ট দলকে দশ জনে খেলতে হবে৷ তবে ফুটবলের মতো তার পরের ক’টা ম্যাচ ওই ক্রিকেটার সাসপেন্ড, এই নিয়ে কিছু বলা হয়নি৷

এমসিসির কমিটির এই মুম্বই মিটিংয়ে ২০২৪ ওলিম্পিকে ক্রিকেটে ঢোকানো নিয়েও আলোচনা হয়৷ একইসঙ্গে ব্যাটের মাপ নির্দিষ্ট রাখার ব্যাপারেও নিয়ম আনার কথা বলা হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement