shono
Advertisement

Breaking News

Durga Puja Carnival 2023: কার্নিভ্যাল উপলক্ষে সকাল থেকে বন্ধ রেড রোড, নিরাপত্তায় মোতায়েন প্রচুর পুলিশ

চারটি ওয়াচ টাওয়ার দিয়েও নজরদারি চালানো হবে।
Posted: 09:44 AM Oct 27, 2023Updated: 01:01 PM Oct 27, 2023

স্টাফ রিপোর্টার: রাত পোহালেই রেড রোডে পুজো কার্নিভ্যাল (Durga Puja Carnival 2023)। সেখানে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার ১০০টির মতো পুজো এই কার্নিভালে অংশগ্রহণ করবে। আর এই শোভাযাত্রার জন্য নিরাপত্তা বেষ্ঠনীতে মুড়ে ফেলা হয়েছে এলাকা। সকাল থেকে বন্ধ রেড রোড।  

Advertisement

১. কার্নিভ্যালে রেড রোডে থাকছে ৫০০ পুলিশ। সঙ্গে রাস্তায় ট্র‌্যাফিক নিয়ন্ত্রণে থাকছে ২০০০ পুলিশ।
২. থাকছেন ১৬ জন ডিসি পদমর্যাদার আধিকারিক। ৮ জন জয়েন্ট সিপি পদমর্যাদার।
৩. চারটি ওয়াচ টাওয়ার দিয়েও নজরদারি চালানো হবে।
৪. বালির বস্তার তৈরি বাঙ্কার রাখা হচ্ছে।
৫. জায়ান্ট স্ক্রিনে কার্নিভ্যাল দেখার ব‌্যবস্থা থাকছে।
৬. সকাল ৯টা থেকে বন্ধ রাখা হয়েছে রেড রোড।
৭. শোভাযাত্রা শুরু বিকেল চারটে থেকে।
৮. বেলা ১২টা থেকে পুজো কমিটিগুলি মণ্ডপ থেকে শোভাযাত্রা নিয়ে বের হবে।
৯. কার্নিভ্যালের পর বিসর্জনের জন‌্য ঘাটগুলির নিরাপত্তা-সহ ব‌্যবস্থা খতিয়ে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম।

[আরও পড়ুন: হাতে রইল পেনসিল, একে একে রাজ্যপালের দুর্গারত্ন পুরস্কার ফেরাল ৪ পুজো কমিটিই]

প্রসঙ্গত, এসপ্ল্যানেড থেকে এদিন বিভিন্ন রুটে ২৩টি বিশেষ বাস চালানো হবে। যে বাসগুলি চলবে মধ্যরাত পর্যন্ত। এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউটাউন, এসপ্ল্যানেড-ডানলপ, এসপ্ল্যানেড-পাটুলি, এসপ্ল্যানেড-যাদবপুর ও বিমানবন্দর-নবান্ন রুটে অতিরিক্ত বাস চালানো হবে। পরিবহণ দপ্তরের তরফে জানানো হয়েছে, বিশেষ বাসগুলি পুলিশের নির্দেশমতো এল ২০ বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। বিকেল তিনটে থেকে এই পরিষেবা শুরু হবে। যাত্রীদের বোঝার জন্য বাসের উইন্ডস্ক্রিনের বাঁদিকে রুটের নাম লেখা থাকবে। একই সঙ্গে কার্নিভ্যাল উপলক্ষে মধ্যরাত পর্যন্ত পরিষেবা চালু রাখার কথা জানিয়েছে কলকাতা মেট্রো। সাধারণ ছুটিরদিনে যেখানে ২৩৪টি মেট্রো রেক চালানো হয় সেখানে কার্নিভ্যালের দিন ২৫২টি রেক চালানো হবে।

[আরও পড়ুন: ‘খাদ্যদপ্তরের নিয়ন্ত্রণ এখনও জ্যোতিপ্রিয়র হাতেই’, ইডি তল্লাশির মাঝেই বিস্ফোরক শুভেন্দু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement