সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ার সেরা তিনজন রেফারির মধ্যে নির্বাচিত হলেন কলকাতার প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় (Pranjal Banerjee)। চলতি বছরেই চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) খেলানোর ছাড়পত্রও পেতে পারেন তিনি। তাছাড়াও আগামী মাসেই ভার লাইসেন্সে পেতে কঠিন পরীক্ষায় বসবেন প্রাঞ্জল। সেখানে পাশ করে গেলে ২০২৬ বিশ্বকাপেও (2026 World Cup) ম্যাচ খেলাতে পারেবেন বাংলার রেফারি। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে এত সাফল্য পেলেও, দেশের সেরা রেফারির পুরস্কার ওঠেনি তাঁর হাতে। এশিয়ার সেরা রেফারিদের মধ্যে নির্বাচিত হওয়ার দিনেও কলকাতা লিগে ম্যাচ খেলিয়েছেন প্রাঞ্জল।
শুক্রবারই জানা যায়, এশিয়ার মধ্যে সেরা তিন রেফারির মধ্যেই প্রাঞ্জলও নির্বাচিত হয়েছেন। কয়েকদিন আগেই অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপে রেফারিং করিয়েছেন। তারপরেই নয়া পালক যোগ হয়েছে তাঁর মুকুটে। এশিয়ার সেরা রেফারি নির্বাচিত হওয়ায় ভার লাইসেন্স পাওয়ার পরীক্ষায়ও বসার সুযোগ পেয়েছেন কলকাতার প্রাঞ্জল। সৌদি আরবে গিয়ে এই পরীক্ষায় পাশ করলেই আগামী এশিয়া কাপ ও ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে রেফারিংয়ের দায়িত্ব পেতে পারেন তিনি।
[আরও পড়ুন: জাতীয় দলে সুযোগ রিঙ্কুর, এশিয়াডের পুরুষ ও মহিলা দল ঘোষণা ভারতের]
এশিয়ার সেরা তিন রেফারির মধ্যে নিজের নাম দেখে উচ্ছ্বসিত প্রাঞ্জল। তিনি বলেন, “চ্যাম্পিয়ন্স লিগে রেফারিদের প্যানেলেও থাকতে পারে আমার নাম। যেহেতু এশিয়ার সেরা তিনে রয়েছি, তাই ভার লাইসেন্স না পেলেও আমি চ্যাম্পিয়ন্স লিগে থাকতে পারব। তবে খুব কম ক্ষেত্রেই এই সুযোগ মেলে।” তবে ভার লাইসেন্স পাওয়ার পরীক্ষা যে একেবারেই সহজ হবে না, সেই নিয়ে সতর্ক থাকছেন প্রাঞ্জল।
জানা গিয়েছে টানা ২২দিন ধরে চলবে এই পরীক্ষা। সবমিলিয়ে ৩০৮ ঘণ্টা ধরে পরীক্ষা দিতে হবে। তবে এই চ্যালেঞ্জ নিতে তৈরি প্রাঞ্জল। আপাতত কলকাতা লিগে ম্যাচ খেলাচ্ছেন তিনি। এশিয়ার সেরা রেফারির মতে, “কলকাতা লিগে ম্যাচ খেলানো অনেক কঠিন, কারণ বেশিরভাগ ফুটবলারই মাঠের নিয়ম সেরকম জানেন না। বরং আন্তর্জাতিক ক্ষেত্রে ফুটবলাররা অনেক বেশি সচেতন।” তবে এত নজির গড়েও চলতি বছরে দেশের সেরা রেফারির শিরোপা মেলেনি প্রাঞ্জলের।