অভিরূপ দাস: কৈশোর বয়সে পৌঁছয়নি এখনও। হাওড়ার বড়গাছিয়া শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সুদীপ্ত করের চেম্বারে এমনই এক শিশুকে নিয়ে তার পরিবার। সমস্যা কি? চিকিৎসকের প্রশ্নের উত্তরে অভিভাবকরা বলেন, ‘‘ডাক্তারবাবু ভিডিওটা একটু দেখুন।’’বাচ্চা মেয়েটির একান্তে থাকার একটি ভিডিও। সে ভিডিও দেখেই বিস্মিত চিকিৎসক। স্বমৈথুন করছে শিশু। ডা. সুদীপ্ত কর জানিয়েছেন, প্রাপ্তবয়স্কদের হস্তমৈথুন অস্বাভাবিক নয়। কিন্তু এতটা কম বয়সে তা অস্বাভাবিক। আপাতভাবে বিচ্ছিন্ন মনে হলেও, ‘চাইল্ডহুড মাস্টারবেশন’ ক্রমশ বাড়ছে। ইন্সটিটিউট অফ সাইকিয়াট্রির মনোরোগ সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মায়াঙ্ক কুমার জানিয়েছেন, এমন সমস্যা নিয়ে অভিভাবকরা আমাদের কাছেও আসছেন। দেখা যাচ্ছে স্বাভাবিক সময়ের আগেই একটি শিশু স্বমৈথুন করছে। কারণ? আদতে ক্রমশ এগিয়ে আসছে বয়ঃসন্ধি। আগে যা শুরু হতো ষোলো-সতেরোতে। এখন ন’দশ বছর বয়সেই বয়ঃসন্ধির নানা চিহ্ন দেখা যাচ্ছে শিশুদের মধ্যে।
এর নেপথ্যে নানা কারণ। যার মধ্যে রয়েছে অতিরিক্ত ফাস্টফুড। অতিরিক্ত ফাস্টফুড থেকে শরীরে চর্বি জমে। যা থেকে বিশেষ হরমোনের প্যারামিটার বাড়ে। লেপটিন হরমোন বৃদ্ধি পেলে শরীরে বয়ঃসন্ধির চিহ্ন ফুটে উঠতে শুরু করে। এছাড়াও অতিরিক্ত ফাস্টফুড আইজিএফ ওয়ানের মাত্রা বৃদ্ধি করে শরীরে। যা শরীরে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরনের গতি বাড়ায়। শরীরে দ্রুত হরমোনের পরিবর্তন, পারিবারিক কারণে এগিয়ে আসছে বয়ঃসন্ধি। অন্যতম কারণ স্মার্টফোনও। বর্ধিত স্ক্রিনটাইমের কারণে কমছে ঘুম। চিকিৎসকরা বলছেন, সময়ের আগে বয়ঃসন্ধি চলে আসার পিছনে এটাও একটা কারণ।
ইন্সটিটিউট অফ সাইকিয়াট্রির মনোরোগ সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মায়াঙ্ককুমার জানিয়েছেন, এখন সমাজমাধ্যমে এগুলো নিয়ে খোলামেলা আলোচনা অনেক বেশি। ফলে পরিবার এই ধরণের সমস্যা নিয়ে এগিয়ে আসছে। হয়তো এই কারণেই বেশি বেশি করে এ ধরনের ‘কেস’ দেখা যাচ্ছে। সমীক্ষায় দেখা গিয়েছে, শহরাঞ্চলের ৪৫.৯ শতাংশ ছেলে কৈশোরেই হস্তমৈথুন করছে। মেয়েদের মধ্যে তার শতকরা হার ১২.৭ শতাংশ। দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইন্ডিয়ান সাইকোলজিতে প্রকাশিত ‘ইউথ অ্যাটিটিউট স্টাডিতে’ দেখা গিয়েছে, স্বমৈথুনে অভ্যস্ত এই কিশোর-কিশোরীরা অনেকক্ষেত্রেই স্বমৈথুন নিয়ে অপরাধবোধে ভোগেন। বিষয়টি নিয়ে কাউকে বলতে সংকোচ বোধ করে। মায়াঙ্ক কুমার জানিয়েছেন, কিশোর বয়সে শরীর ও হরমোনের পরিবর্তন স্বাভাবিক। এই সময় যৌন কৌতূহল বাড়ে। যা স্বাভাবিকভাবেই স্বমৈথুনের দিকে নিয়ে যায়। কিন্তু আট-ন’বছর বয়সে তা স্বাভাবিক নয়। জাতীয় পর্যায়ে এই নিয়ে তূলনামূলক তথ্য নেই। তবে স্কুল এবং স্থানীয় গবেষণাগুলোয় চোখ বোলালে দেখা যাবে উল্লেখযোগ্যভাবে বাড়ছে ‘চাইল্ডহুড মাস্টারবেশন।’
