shono
Advertisement
Christmas 2025

অফিসের সিক্রেট সান্টা! শেষ মুহূর্তের এসব উপহারেই হয়ে উঠুন সবার প্রিয় ‘সুপার কুল’

কাজের চাপে উপহার কিনতে ভুলে গেলেও যা দিয়ে জয় করবেন সহকর্মীর মন!
Published By: Buddhadeb HalderPosted: 09:21 PM Dec 23, 2025Updated: 09:22 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিন মানেই আড্ডা। বড়দিন মানেই আনন্দ। মনখোলা হাসি। কেক আর উপহারের ডালি। গোটা কলকাতা ডুবে যায় অদ্ভুত আলোর উজ্জ্বলতায়। তবে অফিসের কাজের চাপে সিক্রেট সান্টার কথা ভুলে গিয়ে শেষ মুহূর্তে কপালে ভাঁজ পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। বিশেষ করে যখন উপহার দেওয়ার তালিকায় এমন কোনও সহকর্মীর নাম আসে, যাঁর সঙ্গে হাই-হ্যালো ছাড়া বিশেষ তেমন কথাই হয়নি! আবার প্রিয় বন্ধুর জন্য বিশেষ কী নেওয়া যায়, তা নিয়েও চলে বিস্তর জল্পনা। এই সব দুশ্চিন্তা দূর করতে রইল দারুণ কিছু টিপস।

Advertisement

অফিস উপহার হিসেবে ডেস্ক অ্যাকসেসরিজ সবসময়ই সেরা। একটি সুন্দর কফি মাগ বা ইনসুলেটেড কাপ সহকর্মীকে উপহার দিতে পারেন। এ ছাড়া ডেস্কে রাখার মতো ছোট ইনডোর প্ল্যান্ট বা সাকুলেন্ট বেশ আধুনিক ও রুচিশীল। ভালো মানের নোটবুক বা পেন সেটও মন্দ নয়।

খাবার দিয়ে মন জয় করা সবথেকে সহজ। ভালো ব্র্যান্ডের চকোলেট বক্স, কুকিজ বা ড্রাই ফ্রুটসের প্যাকেট দিতে পারেন। চা বা কফি প্রেমীদের জন্য নামী কোম্পানির চা-কফি স্যাশে বা হট চকোলেট মিক্স দারুণ অপশন। তবে খাবারগুলো যেন ভালো ভাবে প্যাক করা থাকে সেদিকে নজর দেবেন।

যাঁদের জন্য সময় একদমই নেই, তাঁরা ই-গিফট ভাউচার বেছে নিন। অনলাইন শপিং বা ফুড ডেলিভারি অ্যাপের ভাউচার এখন খুব জনপ্রিয়। এ ছাড়া কাজের চাপ কমাতে সুগন্ধি মোমবাতি, হ্যান্ড ক্রিম বা ছোট স্ট্রেস বলও উপহার হিসেবে চমৎকার।

কম বাজেটেও ভালো উপহার পাওয়া সম্ভব। ফোনের স্ট্যান্ড, কেবিল অর্গানাইজার বা সুন্দর স্টোরেজ বক্স অনায়াসেই ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। মনে রাখবেন, উপহারের দামের চেয়ে আপনার আন্তরিকতা বেশি গুরুত্বপূর্ণ। তাই উপহারের সঙ্গে হাতে লেখা চিরকুট সঙ্গে দিতে ভুলবেন না যেন! এই আন্তরিকতাই আপনাকে অফিসে সবার চোখে 'সুপার কুল' করে তুলবে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাজের চাপে সিক্রেট সান্টার কথা ভুলে গিয়ে শেষ মুহূর্তে কপালে ভাঁজ পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া দায়।
  • অফিস উপহার হিসেবে ডেস্ক অ্যাকসেসরিজ সবসময়ই সেরা।
  • যাঁদের জন্য সময় একদমই নেই, তাঁরা ই-গিফট ভাউচার বেছে নিন।
Advertisement