shono
Advertisement
Relationship Tips

শীতে যৌনতার উষ্ণতাতেই দূরে থাকবে একগুচ্ছ রোগ, সঙ্গীকে কাছে টেনে নিন এভাবে!

এবারের শীতে বন্ধ ঘরে দু'জনে নানা পরীক্ষা নিরীক্ষা করতেই পারেন।
Published By: Sayani SenPosted: 06:15 PM Dec 25, 2025Updated: 08:09 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের শেষ সপ্তাহে ঝোড়ো ইনিংস খেলছে শীত। হু হু করে কমছে তাপমাত্রা। সোয়েটার, চাদরেও যেন শীতকে বাগে আনা যাচ্ছে না। এই সময়েই তো নাকি আসল মজা। হাড়কাঁপুনি দেওয়া শীতের রাতেই নাকি উদ্দাম শরীরী খেলা নেয় বিশেষ মোড়। বিশেষজ্ঞদের মতে, এই সময়ে যৌনতার রয়েছে হাজার উপকারিতা।

Advertisement

প্রথমেই জেনে নেওয়া যাক শীতের রাতের যৌনতার বিশেষ উপকারিতা কী? বিশেষজ্ঞদের মতে, প্রতিবার যৌনতা ফলে মস্তিষ্ক থেকে ইন্ডোরফিনস নির্গত হয়। যা শীতের ত্বকের উষ্ণতা বাড়ায়। অর্থাৎ কামড়কে সামাল দিতে সাহায্য করে।

দ্বিতীয়ত, শীতে রোজকার সর্দি-কাশির সমস্যা দূর করতে পারে যৌনতা। কারণ, যৌনতার ফলে শরীরে জীবাণুর সঙ্গে লড়াকু অ্যান্টিবডির জন্ম হয়। যা সর্দি-কাশির মতো ভাইরাল ইনফেকশন থেকে শরীরকে সুস্থ রাখতে সাহায্য় করে।

তৃতীয়ত, শীতে অবসাদগ্রস্ত হয়ে পড়েন বেশিরভাগ মানুষ। তাই এই সময় প্রতি রাতে যৌনতায় মেতে ওঠা বাধ্যতামূলক। তাতে দূর হবে অবসাদ।

তাই এই সময় যৌনতায় বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। কীভাবে শীতের রাত আরও উষ্ণ করে তোলা যায়, রইল সেই টিপস।

* প্রথমেই ঘরটিকে সাজিয়ে তুলুন। মোমবাতিতে সাজান ঘর। তাতে ঘরটি খানিক উষ্ণ হবে। আবার মায়াবী রূপ পাবে ঘর।
* বিছানায় ঝড় তোলার আগে দু'জনে ছোঁয়াছুঁয়ির খেলায় মেতে উঠুন। তাতে যৌনতৃপ্তি আরও বাড়বে।
* পায়ে মোজা পরে বিছানায় উঠুন। তাতে শরীরী খেলায় মাততে আরও সুবিধা হবে।
* অর্গ্যাজমের সময় একে অপরকে হট অয়েল মাসাজ করতে পারেন। তাতে স্নায়ু আরাম হবে। যৌনতৃপ্তিও হবে।
* থার্মাল অন্তর্বাস ব্যবহার করতে পারেন।
* যৌনতার ফাঁকে হট চকলেট খেতে পারেন। গরম কফির কাপে চুমুক দিতেও পারেন। 
* যৌনতার পর দু'জনে গরম জলে একসঙ্গে স্নান করতে পারেন।

তাই আর দেরি কীসের? এবারের শীতে বন্ধ ঘরে দু'জনে নানা পরীক্ষা নিরীক্ষা করতেই পারেন। মন্দ লাগবে না! 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাড়কাঁপুনি দেওয়া শীতের রাতেই নাকি উদ্দাম শরীরী খেলা নেয় বিশেষ মোড়।
  • বিশেষজ্ঞদের মতে, এই সময়ে যৌনতার রয়েছে হাজার উপকারিতা।
  • এবারের শীতে বন্ধ ঘরে দু'জনে নানা পরীক্ষা নিরীক্ষা করতেই পারেন।
Advertisement