সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক যুদ্ধবিমান রাফালে ফাইটার জেটে উড়ার রোমহর্ষক অভিজ্ঞতা অর্জন করলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি। বুধবার, এরো ইন্ডিয়া ২০১৭ এয়ারশো চলাকালীন, বেঙ্গালুরুর য়েলাহানকা বিমানঘাঁটি থেকে ফ্রান্সে নির্মিত এই যুদ্ধজাহাজে প্রায় ৩০ মিনিটের উড়ান ভরেন তিনি।
(যুদ্ধে বাজিমাত করবে বায়ুসেনার নজরদারি বিমান ‘নেত্র’)
রাফালে চড়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই অত্যাধুনিক বিমানে ওড়া যে কোনও ভারতবাসীর জন্য গর্বের বিষয়। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অন্তর্গত এই বিমানটি বানিয়ে আমি দেশের ও সামরিক বাহিনীর সেবা করতে চাই।”
(‘চিনা এয়ারফোর্সকে কড়া জবাব দিতে সক্ষম ভারতীয় বায়ুসেনা’)
প্রসঙ্গত, ফ্রান্সের থেকে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কিনেছে ভারত। এরই প্রেক্ষিতে, রিলায়েন্স ডিফেন্স ও রাফালে বিমানের নির্মাণকারী সংস্থার মধ্যে চুক্তি হয়েছে যে, রাফালে যুদ্ধবিমানের কয়েকটি বিশেষ অংশ ভারতে তৈরি হবে। যাতে এদেশে মানবসম্পদকে ব্যবহার করা যায় ও কর্মসংস্থানেরও সুরাহা হয়।
শক্তি বাড়িয়ে আরও ৩৬টি যুদ্ধবিমান কিনছে ভারত
যুদ্ধ নয় শান্তি চাই, কিন্তু সহ্যের বাঁধ কতদিন টিকবে?
The post রাফালে যুদ্ধবিমানে উড়ান ভরলেন অনিল আম্বানি appeared first on Sangbad Pratidin.