সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: TRAI-এর নির্দেশে রিলায়েন্স জিও ইনফোকম তাদের কমপ্লিমেন্টারি সামার সারপ্রাইজ অফার প্রত্যাহার করতে বাধ্য হয়েছে৷ আর এই ঘটনাতেই বেজায় চটেছে নয়া প্রজন্ম৷ রোষের মুখে পড়েছে ট্রাই৷ ফেসবুক-এর নেট নিউট্রালিটির বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছিলেন আম জনতা, এবার সেই একইভাবে সস্তায় ইন্টারনেট চেয়ে সরব হলেন হাজার হাজার মানুষ৷
অমিত ভিওয়ানি নামের এক তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মী Change.org-তে পিটিশন ফাইল করেছেন৷ প্রত্যেক ভারতীয়কে সস্তায় ইন্টারনেট পরিষেবা দেওয়ার দাবি জানিয়েছেন ওই ব্যক্তি৷ তাঁর দাবির সমর্থনে এগিয়ে এসেছেন প্রায় ৬৫ হাজার মানুষ৷ রাতারাতি এত সংখ্যক মানুষ এর আগে খুব কম ইস্যুতেই পিটিশনে স্বাক্ষর করেছেন৷ পিটিশনের সারবত্তা, “ডিজিটাল ভারতের জন্য আজ কালো দিন৷ এই ভারতের নাগরিকরাই একদিন নেট নিরপেক্ষতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন৷ এবার সস্তায় ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা হারাচ্ছে ভারত৷” অমিত ভিওয়ানি জানাচ্ছেন, ফেসবুক-ইউটিউবের ব্যবহার বেড়ে গিয়েছে ভারতে৷ এই কথা স্বীকার করেছে দুই সংস্থারই কর্তৃপক্ষ৷ ইন্টারনেট ব্যবহার করে প্রচুর মানুষ লাভ পাচ্ছিলেন৷ কিন্তু ট্রাই সেই অধিকার কেড়ে নিচ্ছে!
আন্দোলনকারীদের দাবি, ট্রাই-এর কাজ টেলিকম গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত করা৷ কিন্তু সেটা না করে পাল্টা Jio-র সামার অফার তুলে গ্রাহকদের উপর পরোক্ষে চাপ বাড়াল টেলিনিয়ামক সংস্থাটি৷ জিও-র সৌজন্যে সাধারণ মানুষ মাত্র ৫ টাকায় ১ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ পেতেন৷ কিন্তু ট্রাই-এর নির্দেশে আম নাগরিক সেই সুযোগ থেকে বঞ্চিত হলেন বলেও অভিযোগ করেছেন অমিত ভিওয়ানি৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, হু হু করে অনলাইন পিটিশনে স্বাক্ষর করছেন মানুষ৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ওয়াল থেকে ওয়ালে ছড়িয়ে যাচ্ছে সেই পোস্ট৷ সাধারণ মানুষের দাবির কাছে ট্রাই নতিস্বীকার করলে ফের ফিরেও আসতে পারে জিও-র সামার সারপ্রাইজ অফার৷ এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷
যদিও এখনও জিও সূত্রে ওই অফার বন্ধ করার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি৷ গত বৃহস্পতিবার রাতে একটি বিবৃতি দিয়ে জিও জানায়,” টেলিকম নিয়ামক সংস্থার নির্দেশ মেনে ৩ মাসের কমপ্লিমেন্টারি অফার দ্রুতই প্রত্যাহার করা হচ্ছে৷” সংস্থা সূত্রে আরও জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই জিও সামার সারপ্রাইজ অফার প্রত্যাহার করা হবে৷ তবে যাঁরা ইতিমধ্যেই ৩০৩ বা তার বেশি টাকার রিচার্জ করে ফেলেছেন, তাঁরা ওই অফার পাবেন৷ এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জল্পনা, তবে কি যাঁরা বৃহস্পতিবার রাতে বা শুক্রবার দিনভর রিচার্জ করবেন, তাঁরা ওই সামার সারপ্রাইজ অফার পাবেন? শুক্রবারও দেশের বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন জানিয়েছে, অবিলম্বে রিচার্জ করলে গ্রাহকরা এখনও তিন মাস ধরে ফ্রি ফোর-জি ডেটার সুবিধা পেতে পারেন৷
গত ৩১ মার্চ রাতে সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি ঘোষণা করেন, ৩০৩ টাকা বা তার বেশি টাকার রিচার্জ করলে জিও প্রাইম মেম্বাররা অতিরিক্ত তিন মাস ফ্রি ফোর-জি ডেটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে৷ প্রাইম মেম্বার হওয়ার মেয়াদও বাড়ায় সংস্থা৷ ১৫ এপ্রিল পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়৷ কিন্তু বৃহস্পতিবার রাতে ট্রাইয়ের নির্দেশে ওই অফার প্রত্যাহার করতে হয় সংস্থাকে৷ কিন্তু প্রেস বিবৃতির একেবারে শেষদিকে জিও জানিয়েছে, ‘আসন্ন কয়েকদিনের মধ্যে ওই অফার প্রত্যাহার করা হবে৷’ সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলিও বারবার জানাচ্ছে, অবিলম্বে নয়, তবে দ্রুতই প্রত্যাহার করা হবে সামার সারপ্রাইজ অফার৷
এই প্রসঙ্গে ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-কে কলকাতায় জিও-র এক মুখপাত্র জানিয়েছেন, তিন মাস ফ্রি ফোর-জি ডেটা পাওয়ার অফার এখনই প্রত্যাহার করছে না সংস্থাটি৷ তবে যে কোনও সময় অফারটি প্রত্যাহার করা হতে পারে৷ অফারটি পেতে অবিলম্বে গ্রাহকদের প্রাইম মেম্বার হতে এবং ৩০৩ টাকা বা তার চেয়ে বেশি টাকার রিচার্জ করার পরামর্শ দিচ্ছেন জিও-র মুখপাত্র৷
‘সামার সারপ্রাইজ’ দিয়ে চমক দিয়েছিলেন মুকেশ আম্বানি। বাড়িয়েছিলেন প্রাইম মেম্বরশিপ নেওয়ার মেয়াদ। এমনকী ৩০৩ টাকা বা তার বেশি টাকার রিচার্জ করলে তিন মাস ফ্রি পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন। কিন্তু সে অফার ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। সে নির্দেশ মেনেই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ১৫ দিনের জন্য প্রাইম মেম্বরশিপ বাড়ানোর যে প্রক্রিয়া শুরু করেছে জিও, তা বন্ধ করার নির্দেশ দিয়েছে ট্রাই। একই সঙ্গে তিন মাসের কমপ্লিমেন্টারি অফারও বন্ধ করতে বলা হয়েছে।
জিও-র ফ্রি পরিষেবা নিয়ে ট্রাইয়ের নির্দেশিকা লঙ্ঘন হচ্ছে বলে আগেও অভিযোগ তুলেছিল এয়ারটেল-সহ অন্যান্য টেলিকম সংস্থাগুলি। যদিও তারপরেও ফ্রি পরিষেবা চালিয়ে যায় সংস্থাটি। এর মধ্যেই ফ্রি পরিষেবার একেবারে শেষের মুখে চমক দেন আম্বানি। জানান, বাড়ানো হয়েছে আরও তিন মাস ফ্রি পরিষেবা। তবে তার জন্য ৩০৩ টাকা বা আরও বেশি টাকার রিচার্জ করতে হত। উপহার হিসেবে তিন মাসের ফ্রি পরিষেবা কমপ্লিমেন্টারি হিসেবে পেতেন জিও গ্রাহকরা। কিন্তু এদিন ট্রাইয়ের নির্দেশে সেই পরিষেবা এবার বন্ধের মুখে।
The post জনতার দাবিতে ফিরতে পারে Jio-র ‘সামার সারপ্রাইজ অফার’ appeared first on Sangbad Pratidin.