সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিকম ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, আসন্ন এপ্রিল মাস থেকে নাকি ১০০০ মিনিট কথা বলার পর জিও গ্রাহকদের মাশুল গুনতে হবে৷ এই গুজবের জেরে এখন টেলিকম দুনিয়ায় কান পাতা দায়৷ তবে কি সত্যি এপ্রিল মাস থেকে ফোন কলের জন্যও টাকা কেটে নেবে জিও? প্রশ্নটা সকলের মুখে মুখে ঘুরছে!
(আরও খুশির খবর, Jio গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ জিবি ফ্রি ডেটা)
তবে সত্যিটা আপনি জেনে রাখুন৷ জিও সূত্রে জানানো হয়েছে, যে রিপোর্টটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেটি সম্পূর্ণ ভুল৷ জিও গ্রাহকরা আজীবন যে কোনও নেটওয়ার্কে ভয়েস কল সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন৷ সূত্রের খবর, জিও গ্রাহকরা যে কোনও টু-জি বা থ্রি-জি নেটওয়ার্কেও ফ্রি-তে ফোন করতে পারবেন৷ ফোর-জি রিচ ভয়েস কল বা সাধারণ ভয়েস কল করতে কোনও টাকা লাগবে না৷ কিন্তু যদি আপনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ মারফত কল করেন, তাহলে সাধারণ ডেটা চার্জ আপনাকে দিতে হবে৷
(Jio-কে ধরাশায়ী করতে অবিশ্বাস্য দামে বিপুল 4G ডেটা দিচ্ছে Airtel)
গত সপ্তাহে সিএলএসএ-র একটি রিপোর্টে দাবি করা হয়, জিও-র ফ্রি ভয়েস কল পরিষেবা সীমাবদ্ধ করা হতে পারে৷ ১০০০ মিনিট কথা বলার পর(আনুমানিক ১৬.৬ ঘন্টা) শুধুমাত্র জিও-র নেটওয়ার্কেই ফ্রি-তে ফোন করা যাবে৷ অন্যান্য নেটওয়ার্ক যেমন ভোডাফোন বা এয়ারটেলের নম্বরে ফোন করতে নাকি পয়সা কাটবে জিও! কিন্তু রিলায়েন্স জিও কর্ণধার মুকেশ আম্বানি স্পষ্ট জানিয়েছেন, জিও গ্রাহকরা আজীবন ফ্রি-তে ভয়েস কল করতে পারবেন৷ গত ২১ ফেব্রুয়ারি তাঁর বক্তব্যের নির্যাস, “পয়লা এপ্রিল থেকে ভয়েস কলের জন্য কোনও চার্জ লাগবে না৷ এমনকী কোনও রোমিং বা ব্ল্যাকআউট ডে-ও থাকবে না৷”
সূত্রের খবর, গতবছরের সেপ্টেম্বর থেকেই মুকেশ আম্বানি একটি বিষয়ের উপর সংস্থার কর্মীদের বারবার জোর দিতে বলেন৷ তিনি বলেন, “গ্রাহকদের শুধুমাত্র একটি পরিষেবার জন্যই চার্জ দিতে হবে৷ ডেটা ছাড়া অন্য কোনও পরিষেবার জন্য যেন গ্রাহকদের টাকা না দিতে হয়৷” জিও গ্রাহকদের ভয়েস কলের জন্য কোনও টাকা দিতে হবে না৷ ভয়েস কলের জন্য টাকা দেওয়ার দিন শেষ৷
(আধার নম্বর দিয়ে Jio সিম তুলেছেন? আপনার সামনে চরম বিপদ!)
The post ভয়েস কলের জন্য কি সত্যি এবার টাকা কাটবে Jio? appeared first on Sangbad Pratidin.