সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাইম মেম্বার হয়ে গিয়েছেন৷ কিন্তু জিও সামার সারপ্রাইজ অফারটি এখনও নিয়ে উঠতে পারেননি? অর্থাৎ ৩০৩ বা তার বেশি টাকা দিয়ে রিচার্জ করা হয়নি৷ সেই সঙ্গে মাথার উপর ট্রাইয়ের খাঁড়া৷ ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলে আদৌ সামার সারপ্রাইজ অফারটির আওতায় আপনি থাকবেন কিনা, তাও তো নিশ্চিত নন৷ তবে চিন্তার কোনও কারণ নেই৷ কোনও গ্রাহককেই হতাশ করবে না রিলায়েন্স মোবাইল পরিষেবা কোম্পানি৷ নিজেদের ওয়েবসাইটে আরও একটি নতুন খবর শোনাল সংস্থা৷
[খোশমেজাজে নাচছেন ‘ক্যাপ্টেন কুল’, ভাইরাল ভিডিও]
সম্প্রতি কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে, “বেশ কিছু ট্যারিফ প্ল্যানে বদল আনতে চলেছে জিও৷ শীঘ্রই আকর্ষণীয় অফারগুলির ঘোষণা করা হবে৷” তবে ঠিক কী ধরনের ট্যারিফ প্যাক আনা হচ্ছে বা কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি সংস্থা৷ সূত্রের খবর, শুধু প্রিপেড গ্রাহকদের জন্যই নয়, পোস্টপেড গ্রাহকদের জন্যও থাকবে বেশ কিছু অফার৷ ট্রাইয়ের চোখ রাঙানিতে যাঁরা জিও সামার সারপ্রাইজ অফার থেকে বঞ্চিত হচ্ছেন বা হতে চলেছেন, তাঁরাও যাতে জিও পরিষেবা ব্যবহার করেন, সেই কারণেই এই নয়া ভাবনা চিন্তা৷
[‘ট্রাই-এর নির্দেশ সত্ত্বেও কেন সামার সারপ্রাইজ অফার দিচ্ছে Jio?’]
উল্লেখ্য, গত ৩১ মার্চ জিও গ্রাহকদের খুশির খবর শুনিয়েছিলেন রিলায়েন্স মালিক মুকেশ আম্বানি৷ জানিয়েছিলেন, জিও প্রাইম মেম্বার হওয়ার মেয়াদ বাড়িয়ে ১৫ এপ্রিল করা হল৷ শুধু তাই নয়, ৩০৩ টাকা বা তার বেশি দিয়ে রিচার্জ করলে আগামী তিন মাসের জন্য ফের মিলবে ফ্রি ৪জি ডেটা পরিষেবা৷ কিন্তু গ্রাহকদের আনন্দে লাগাম পড়ে ট্রাইয়ের ঘোষণার পর৷ টেলিকম অথরিটির তরফে রিলায়েন্সকে দ্রুত জিও সামার সারপ্রাইজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়৷ তবে এখনও পর্যন্ত সেই অফার আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়নি৷ কবে বন্ধ হবে, তাও জানানো হয়নি৷ ফলে ক্ষুব্ধ ভারতী এয়ারটেল৷ ওই টেলিকম সংস্থার অভিযোগ, ট্রাই-এর নির্দেশ সত্ত্বেও সামার সারপ্রাইজ অফার চালু রেখেছে জিও৷ বরং সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে আরও দ্রুত গ্রাহককে রিচার্জের সুযোগ করে দেওয়া হচ্ছে৷ দেশের টেলি নিয়ামক সংস্থাকে অবিলম্বে এই বেনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদনও জানিয়েছে এয়ারটেল৷
The post এবার সামার সারপ্রাইজ অফারের থেকেও আকর্ষণীয় প্ল্যান আনছে Jio appeared first on Sangbad Pratidin.