সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "নীলের ঘরে দিয়ে বাতিস জল খাও গো পুত্রবতী।" আগামী ১২ এপ্রিল নীল ষষ্ঠী। শুক্রবার বাংলার ঘরে ঘরে মায়েরা সন্তানদের মঙ্গলকামনায় এই ব্রত পালন করবেন। সন্তানের দীর্ঘায়ু কামনা করে মায়েরা উপোস করে নিয়ম মেনে নিষ্ঠা সহকারে শিবের পুজো করেন। এদিন মহাদেবকে তুষ্ট করার বিশেষ কয়েকটি রীতি রয়েছে। সেই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করলেই তুষ্ট হবেন দেবাদিদেব।
কী করবেন?
১) শিব বেলপাতায় সন্তুষ্ট হন। তাই বেলপাতা থাকতেই হবে নীল ষষ্ঠীর পুজোয়।
২) পাঁচরকম ফল নিবেদন করুন মহাদেবকে। যার মধ্যে অবশ্যই রাখুন বেল, কলা, শশা, আপেল-এর মতো ফল।
৩) আতপচাল, সুগন্ধী, চন্দন অর্পণ করুন।
৪) শিবের অভিষেকের জল প্রস্তুত করুন ঘি, দুধ, দই, সিদ্ধিপাতা ইত্যাদি।
৫) ডাবের দল দিয়েও শিবের অভিষেক করতে পারেন।
৬) মহাদেবের পুজো করার পাশাপাশি মা ষষ্ঠীকে পুজো করুন।
৭) নীল অপরাজিতা, আকন্দ, ধুতুরা ফুল অবশ্যই দেবেন।
নীল ষষ্ঠীর পুজো করার সময়ে যে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন-
১) শিবলিঙ্গে যে বেলপাতা অর্পণ করবেন, চেষ্টা করবেন সেটা যেন ছেঁড়া না হয়। একদম অক্ষত বেলপাতা দেবেন।
২) বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গে স্পর্শ করে।
৩) কদম, কেতকী এসব একেবারে নিষিদ্ধ। ভুলেও মহাদেবের পুজোয় এসব রাখবেন না।
৪) আধ ভাঙা চাল নিদেবন করবেন না। গোটা আতপচাল নেবেন।
৫) নীল ষষ্ঠীর ব্রত পালনে কালো পোশাক না পরাই ভালো। এক্ষেত্রে হলুদ, কমলা, নীল কিংবা সাদা, অফহোয়াইট পোশাক পরতে পারেন।
৬) শিবের পুজোয় তুলসীপাতা এবং দূর্বা দেবেন না।
ব্রত পালনের নিয়ম-
দিনভর নীল ষষ্ঠীর উপোস করে সন্ধ্যাবেলা শিবলিঙ্গে জল ঢালবেন। বেলপাতা, ফুল ও বেল ছুঁয়ে রাখুন। নীল অপরাজিতা কিংবা আকন্দ ফুলের মালা পরান এবার। সন্তানের নামে একটি করে মোম বা প্রদীপ অর্পণ করুন দেবাদিদেবকে। উপোস ভাঙার পরও এদিন ফলাহার বা সাবু কিংবা ময়দা দিয়ে তৈরি খাবার খান। সন্ধক লবণ ব্যবহার করবেন। শেষপাতে উল্লেখ্য, মনের ভক্তিই কিন্তু আসল। তাই ভক্তিভরে পুজো করুন।