shono
Advertisement

ভাইরাল হয়েছিল প্যারাগ্লাইডিংয়ের ভিডিও, ‌ফের আকাশে উড়লেন সেই যুবক, এবার কী হল?‌

‘৫০০ টাকা নিয়ে নামিয়ে দে ভাই’, আগেরবার প্যারাগ্লাইডিং করতে গিয়ে এমনটাই বলেছিলেন বিপিন সাউ।
Posted: 05:19 PM Jan 09, 2021Updated: 05:19 PM Jan 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা বিপিন সাউকে মনে আছে?‌ ২০১৯-এ যাঁর প্যারাগ্লাইডিংয়ের একটি ভিডিও শিরোনামে উঠে এসেছিল। ভিডিওটিতে বিপিনকে বলতেও শোনা গিয়েছিল, ‘৫০০ টাকা নিয়ে নামিয়ে দে ভাই’। আর তারপরই সেটি রীতিমতো ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় একাধিক মিমও ছড়ায়। সেই বিপিন আবারও প্যারাগ্লাইডিং করলেন। নতুন বছরে তাঁর সেই ভিডিও ভাইরালও হয়েছে।

Advertisement

প্যারাগ্লাইডিংয়ের শখ থাকলেও প্রথমবার তা করতে গিয়েই বিপাকে পড়েছিলেন বিপিন। উঁচুতে ওঠার পরই নামার জন্য কার্যত কাকুতি–মিনতি করতে থাকেন। কোনও অজানা ভীতিতে চিৎকার করে ওঠেন তিনি। নানা রকমের আওয়াজ বের হচ্ছিল তাঁর মুখ দিয়ে। বারবার ইনস্ট্রাকটরকে অনুরোধ করছিলেন তাঁকে নামিয়ে দিতে। চেঁচিয়ে বলেন, এখানে আসা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। উড়ন্ত অবস্থায় ইনস্ট্রাকটরকে এটাও বলেন, “লাগলে দু’-পাঁচশো টাকা বেশি দেব, আমাকে নামিয়ে দে। আমি মরে যাব।” শেষপর্যন্ত অবশ্য মরতে হয়নি বিপিনকে। ইনস্ট্রাকটরের নির্দেশমতো অক্ষত অবস্থাতেই নামেন তিনি। পরবর্তীতে ভিডিও ভাইরাল হতেই জনপ্রিয় হয়ে যান। এমনকী ‘‌রোডিজ’ শোয়ে অংশও নেন। সেখানেই জানিয়েছিলেন, নিজের এই ভয়কে দূর করবেনই। আর সেটা করেও দেখালেন শেষপর্যন্ত।

[আরও পড়ুন: ‘কাউকেই ঠকাতে পারব না’, দুই প্রেমিকাকে খুশি করতে কী করলেন যুবক!]

নিজের ইউটিউব চ্যানেলে গত ৩১ ডিসেম্বর ১২ মিনিটের একটি ভিডিও পোস্ট করেন বিপিন। কিন্তু সেটি দেখা শুরু করতেই অনেকে চমকে যান। কারণ তাতে দেখা যায়, ফের একবার প্যারাগ্লাইডিং করছেন‌‌ উত্তরপ্রদেশের এই বাসিন্দা। তবে চমক তখনও বাকি ছিল। আগেরবারের মতো এবার আর ভয় পাননি বিপিন। উলটে মাঝ আকাশে তাঁকে চা খেতেও দেখা যায়। ভিডিওটি পোস্ট করার পাশাপাশি বিপিন লেখেন, ‘‌‘রোডিজে যেটা‌ বলেছিলাম, সেটা এবার প্রমাণও করলাম। আমার ভয়ই আমার শক্তি। নিজের ভয়ের সম্মুখীন হতেই আমি আবারও প্যারাগ্লাইডিং করলাম।’‌’ ভিডিওটি পোস্ট করার পর এখন সেটি রীতিমতো ভাইরাল। প্রায় দু’‌লক্ষ মানু্ষ সেটি দেখে ফেলেছেন।

দেখুন ভিডিও:‌

 

[আরও পড়ুন: অবাক কাণ্ড! মাত্র ৪ মিনিটে দেড়শো দেশের রাজধানী-পতাকা চেনাল পাঁচ বছরের খুদে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার