shono
Advertisement

Breaking News

Howrah Station

মোজাইক সরে আসছে রাফ গ্রানাইট, ঘর্ষণ বাধা দূর করতে প্ল্যাটফর্ম সংস্কার হাওড়ায়

হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, ৮, ৯, ২১, ২২ নম্বর প্ল্যাটফর্মগুলিতে প্রথমে ফ্লোর বদলের কাজ হবে।
Published By: Sucheta SenguptaPosted: 02:05 PM Nov 23, 2024Updated: 02:49 PM Nov 23, 2024

সুব্রত বিশ্বাস: প্ল্যাটফর্মে সাবলীলভাবে চলতে এবার হাওড়া স্টেশনের মোজাইক ফ্লোর বদলে ফেলার সিদ্ধান্ত নিল রেল। পায়ের সঙ্গে প্ল্যাটফর্মের মেঝের ঘর্ষণজনিত বাধা দূর করতে রেলের এই প্রয়াস। যাত্রীদের চলাফেরার সুবিধায় মোজাইক ফ্লোর বাদ দিয়ে এবার প্ল্যাটফর্মগুলিতে লাগানো হবে রাফ গ্রানাইট। এমনই খবর রেল সূত্রে। তাতে প্ল্যাটফর্মে চলার সময়ে পা হড়কে পড়ে যাওয়ার আশঙ্কা কমবে। বিশেষত তাড়াহুড়োর সময় গতি বাড়াতে সমস্যায় পড়তে হবে না।

Advertisement

হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, হাওড়ার ৮, ৯, ২১, ২২ নম্বর প্ল্যাটফর্মগুলিতে প্রথমে কাজ শুরু হচ্ছে। এর পর অন‌্য প্ল্যাটফর্মগুলিতেও এই কাজ হবে। মোজাইক ফ্লোরগুলি বহু পুরনো হওয়ায় তা ক্ষয়ে গিয়েছে। যাত্রীদের চলাফেরায় অসুবিধার পাশাপাশি তা ধোয়ার পর পরিষ্কার হয় না। গ্রানাইট বসালে তা পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হবে। পরিষ্কার করতেও সুবিধা হবে। বিশেষ করে পায়ের তলায় ঘর্ষণজনিত বাধা থাকবে না। ফলে সাবলীলভাবে যাত্রীরা চলাচল করতে পারবেন।

এছাড়া মোজাইক ফ্লোরের বদলে রাফ গ্রানাইটের মেঝের ভঙ্গুরতা অনেক কম। চাপ পড়লেও তা ভাঙবে কম। ফলে সবসময় পরিবর্তনও করতে হবে না। হাওড়া স্টেশনের ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্ম মূলত খুব গুরুত্বপূর্ণ। সেখান থেকে রেলের গুরুত্বপূর্ণ ট্রেনগুলি ছাড়ে। এই দুই স্টেশনের মাঝে রয়েছে ক‌্যাবওয়ে। সেই কারণে প্লাটফর্মগুলি সুদৃশ‌্য রাখা দরকার। ফলে ফ্লোর বদলের কাজ শুরু সেখান থেকেই হবে। প্ল্যাটফর্মে এই সংস্কারের ফলে স্টেশনের সৌন্দর্যায়ন হবে বলে আশা রেল কর্তৃপক্ষের।  যত দ্রুত সম্ভব প্ল্যাটফর্মগুলিতে এই সংস্কারের কাজ শেষ করতে তৎপর রেল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাওড়ায় প্ল্য়াটফর্ম সংস্কার রেলের।
  • ঘর্ষণবাধা দূর করতে মোজাইক ফ্লোর বদল করে বসানো হবে রাফ গ্রানাইট।
  • ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, ৮, ৯, ২১, ২২ নম্বর প্ল্যাটফর্মগুলিতে প্রথমে ফ্লোর বদলের কাজ হবে।
Advertisement