সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বনে খাবার নেই, থাকার জায়গা গিলছে 'মেকি উন্নয়ন', তার উপর আবার চোরা শিকারিদের উৎপাত, মানুষের বিরুদ্ধে বোধহয় এমনই সব অভিযোগ নিয়ে জঙ্গল পেরিয়ে থানায় হাজির হল ক্ষুব্ধ চিতাবাঘ। এদিকে থানার ভিতর অনাহূত অতিথির উপস্থিতি টের পেয়ে কার্যত ভিরমি খাওয়ার জোগাড় হল পুলিশ কর্মীদের। হাড়হীম এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে। ঘটনার ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
জানা গিয়েছে, সোমবার রাতে তামিলনাড়ুর নীলগিরি জেলার নাদুভাট্টম থানায় ঢুকে পড়ে একটি চিতা। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা পেরিয়ে একেবারে থানার সামনে হাজির হয়েছে চিতাটি। এরপর কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে গুটি গুটি পায়ে সে ঢুকে পড়ে থানার মধ্যে। এদিক ওদিক তাকিয়ে সামনে এক খোলা দরজা পেয়ে সোজা চলে যায় ভিতরে। ভাবখানা এমন যেন, কিছু বলতে চায় সে। অথচ থানার ভিতর কারও পাত্তা নেই। বেশ কিছুক্ষণ এভাবে থানার ভিতর কাটিয়ে কারও দেখা না পেয়ে শেষে যেন অত্যন্ত হতাশা নিয়ে বাইরে এসে দাঁড়ায়। ইতি উতি তাকিয়ে এরপর যেখান থেকে এসেছিল সেদিকেই রওনা দেয়। চিতাবাঘ বেরিয়ে যাওয়ার পর হাঁফ ছেড়ে বাঁচেন পুলিশকর্মীরা। দ্রুত দরজা বন্ধ করে দেন একজন। পুলিশের তরফে খবর দেওয়া হয় বনদপ্তরকেও।
এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই মজার মজার কমেন্ট নজরে এসেছে। কেউ লিখেছেন, 'আসলে মানুষের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছিল বাঘটি। কারও পাত্তা না পেয়ে শেষে হতাশ হয়ে চলে গেল।' কেউ আবার লিখেছেন, 'পুলিশ নামের বস্তুটি ঠিক কেমন? অফিস ঘরের ভিতর বসে তাদের কর্মকাণ্ডই বা কী? সে সব খতিয়ে দেখতেই বোধহয় এই সফর।' পাশাপাশি কেউ উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, 'ভাগ্য ভাল এই ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি। পুলিশকর্মীরা সতর্ক না থাকলে বিপদ হতে পারত।'
৪৭ সেকেন্ডের এই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সুপ্রিয়া সাউ নামে এক আইএএস আধিকারিক। ক্যাপশনে লিখেছেন, 'নীলগিরির নাদুভট্টম পুলিশ স্টেশনের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিল একটি চিতাবাঘ। কর্তব্যরত পুলিশদের ধন্যবাদ, ভয় না পেয়ে চিতাবাঘটি চলে যাওয়ার পর তাঁরা দরজা বন্ধ করলেন, এবং বনদপ্তরকে খবর দিলেন। কাউকে আহত না করে শেষ পর্যন্ত চিতাবাঘটি যে জঙ্গলে ফিরে গিয়েছে এই রক্ষে।
