shono
Advertisement

ওপার বাংলার ‘চরকি’বাজি এপারেও, বড় সারপ্রাইজ বাংলাদেশের ওটিটির

এবার পশ্চিমবঙ্গের দর্শকরা আরও ভালো কন্টেন্ট দেখার সুযোগ পাবেন।
Posted: 07:51 PM Oct 04, 2023Updated: 07:51 PM Oct 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁটাতার কিংবা বেড়া যে কখনও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় না, চোখের সামনেই তার বহু উদাহরণ রয়েছে। কখনও পদ্মাপারের শিল্পীরা এপার বাংলার পরিচালকদের ক্যামেরায় দক্ষ অভিনেতা হিসেবে তাঁদের জাত চিনিয়েছেন। তেমনই আবার টলিউডের তারকারাও ঢালিউডে গিয়ে বাজিমাত করেছেন। এবার ওপার বাংলার ‘চরকি’বাজি এপারেও।

Advertisement

২০২১ সালে বাংলাদেশের বিনোদুনিয়ায় বিপ্লব এনেছে ‘চরকি’ (Chorki)। এবার পদ্মাপারের ওটিটি প্ল্যাটফর্ম পা রাখল এপার বাংলায়। বুধবার পাঁচতারা হোটেলে তারকাখচিত জমজমাট অনুষ্ঠানে নতুন শুরুর ঘোষণা করলেন কর্ণধার রেদওয়ান রনি। বাংলাদেশের প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম আসায় এপার বাংলাতেও যে ওয়েব দুনিয়াতে কন্টেন্টের প্রতিযোগিতা বেড়ে গেল, তা বলাই বাহুল্য।

এপারের নতুন শুরুয়াত নিয়ে কর্ণধার রেদওয়ান রনির মন্তব্য, “মূলত বাংলা কন্টেন্ট নিয়েই ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। বরাবরই চরকিতে দুই বাংলার শিল্পীদের নিয়ে করতে চেয়েছি। পশ্চিমবঙ্গের যেসমস্ত দর্শক অনুরাগীদের এতদিন বাংলাদেশের মুদ্রায় চরকি সাবস্ক্রাইব করতে হত, এবার তাঁদের জন্য পদ্ধতি আরও সহজ। এবার থেকে ভারতীয় মুদ্রাতেই এই ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট উপভোগ করতে পারবেন তাঁরা।”

[আরও পড়ুন: ‘একা থাকতে ভালো লাগে…’, বৃষ্টির দিনে প্রাণখোলা আড্ডায় পার্ণো]

এপার বাংলায় ‘চরকি’র পথচলায় যে এবার দর্শকরা আরও চমক পেতে চলেছেন, তা এদিনের টলিপাড়ার পরিচালক, অভিনেতার দেখেই বেশ ঠাহর করা যায়। রনি জানালেন, “এখনই কোনও প্রজেক্টের ঘোষণা নয়। সাধারণত বছরের শেষে আমরা কন্টেন্ট ঘোষণা করি। এবার পুজোর পর কলকাতার কন্টেন্ট ঘোষণা করার ইচ্ছে রয়েছে।” আশা করাই যায় যে, এবার পশ্চিমবঙ্গের দর্শকরা আরও ভালো কন্টেন্ট দেখার সুযোগ পাবেন।

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, সৌরভ দাস, কিউ-সহ টলিপাড়ার আরও অনেক তারকা। সেই সঙ্গে বাংলাদেশের খ্যতনামা পরিচালক মোস্তাফা সরওয়ার ফারুকি, চঞ্চল চৌধুরীরা। চঞ্চল ইতিমধ্যেই এপার বাংলার দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ‘তকদীর’, ‘হাওয়া’, ‘কারাগার’- এর মাধ্যমে। পাশাপাশি সৃজিত পরিচালিত ‘পদাতিক’-এও দেখা যাবে চঞ্চলকে কিংবদন্তী মৃণাল সেনের ভূমিকায়।

[আরও পড়ুন: সত্যিই কি বিয়ে ভাঙছে ইন্দ্রাশিসের? দাম্পত্য নিয়ে মুখ খুললেন অভিনেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement