shono
Advertisement

দুর্গাপুর বিমানবন্দর উত্তরাখণ্ডে! ‘মা উড়ালপুল’কাণ্ডের পুনরাবৃত্তি, কটাক্ষের মুখে কেন্দ্র

ভুল ছবি টুইট করে তৃণমূলের কটাক্ষের শিকার অসামরিক বিমান মন্ত্রক।
Posted: 10:13 PM Nov 13, 2021Updated: 10:15 PM Nov 13, 2021

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কলকাতার ‘মা উড়ালপুল’কে উত্তরপ্রদেশের যোগী সরকারের কৃতিত্ব বলে সংবাদপত্রে প্রকাশ করে কটাক্ষের মুখে পড়েছিল কেন্দ্র। ফের তার পুনরাবৃত্তি। এবার দুর্গাপুরের কাজি নজরুল বিমানবন্দর (Durgapur Kazi Nazrul Airport)। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের এই বিমানবন্দরের পাশে ‘উত্তরাখণ্ড’ (Uttarakhand) লিখে নয়া বিতর্কে জড়াল অসামরিক বিমান মন্ত্রক (MoCA)। বিমানবন্দরের জায়গার নাম ভুল দিয়ে টুইট করেছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মন্ত্রক। পালটা টুইটে কেন্দ্রের তুমুল সমালোচনা করেছে তৃণমূল (TMC)। 

Advertisement

ঘটনা সেপ্টেম্বরের। কলকাতার ‘মা উড়ালপুল’ নিয়েও এমনই এক বিতর্ক তৈরি হয়েছিল। যোগীরাজ্য উত্তরপ্রদেশের উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার ছবি। যোগী আদিত্যনাথের পায়ের কাছে জ্বলজ্বল করছে কলকাতার উড়ালপুলের (Kolkata’s Maa Flyover) ছবি। সঙ্গে লেখা, ‘ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ ‘ অর্থাৎ যোগীর নেতৃত্বে কীভাবে বদলে গিয়েছে উত্তরপ্রদেশ, তারই ব্যাখ্যা রয়েছে ওই বিজ্ঞাপনে।

এই সেই বিতর্কিত বিজ্ঞাপন

[আরও পডুন: তৃণমূল রাজ্য রাজনীতিতে পা রাখতেই ‘দুয়ারে সরকার’ চালু করছে গোয়া সরকারও!]

জাতীয়স্তরের সংবাদপত্রে প্রকাশিত হওয়া এই বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে। আর স্বাভাবিকভাবেই এই ইস্যুতে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -সহ তৃণমূল নেতৃত্ব। এবারও দুর্গাপুরের বিমানবন্দরকে পশ্চিম বর্ধমান থেকে তুলে উত্তরাখণ্ডে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদেও রুখে দাঁড়িয়েছে টুইট করেছে তৃণমূল।  টুইটারে বাংলার শাসকদলের কটাক্ষ – ”আমাদের উন্নয়নকে আপনারা নিজেদের বলে চালাচ্ছেন, তাতে কোনও আপত্তি নেই। বরং উন্নয়ন নিয়ে আপনাদের আসল শিক্ষা দিতে পারছি বলে আমরা খুবই খুশি।” স্রেফ টুইটে ঠিকানা ভুল লেখা কি নিতান্তই ‘সামান্য ভুল’ নাকি ফের নিজেদের কৃতিত্ব নেওয়ার চেষ্টা? একাধিক প্রশ্নের মুখে অসামরিক বিমান মন্ত্রক। 

[আরও পডুন: লকডাউন নয়, দূষণ রুখতে আগামী ৭ দিন স্কুল-কলেজ, অফিস বন্ধের পথে দিল্লি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement