গোবিন্দ রায়: মহিলা বন্দিরা সংশোধনাগারের ভিতরেই অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ছেন। মহিলা বন্দিদের এহেন অবস্থা নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলায় রিপোর্ট জমা দিলেন আদালতবান্ধব তাপস ভঞ্জ। যা দেখে প্রধান বিচারপতির মন্তব্য, “খুব সিরিয়াস বিষয়।”
বৃহস্পতিবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলায় রিপোর্টে দিয়ে তাঁর চাঞ্চল্যকর দাবি, জেলেবন্দি থাকা অবস্থায় এ রাজ্যের বহু মহিলা বন্দি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ছেন। এ পর্যন্ত ১৯৬ জন শিশুরও জন্ম হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলে এমন ১৯৬ জন শিশু আছে বলেও অভিযোগ করেছেন আইনজীবী। মামলার সূত্রে সম্প্রতি রাজ্যের কারা বিভাগের আই জি-র সঙ্গে তাপস ভঞ্জ রাজ্যের বিভিন্ন জেলে ঘুরেছেন। তারপরই তিনি এদিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আদালতে রিপোর্ট পেশ করেন।
[আরও পড়ুন: ‘পেট ভর্তি হিংসা’, প্রাক্তন পাক তারকার অদ্ভুত অভিযোগের তীব্র সমালোচনায় শামি]
ঘটনাকে অমানবিক ও গুরুতর বলে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। ডিভিশন বেঞ্চে আদালত বান্ধব তাপস ভঞ্জের আর্জি, কোন মহিলা বন্দিকে সংশোধনাগারে রাখার আগে তিনি অন্তঃসত্ত্বা কি না তা পরীক্ষা করে দেখতে হবে। একইসঙ্গে, সংশোধনাগারের মহিলা সেলে কোনও পুরুষ পুলিশ মোতায়েন না রাখার আবেদন জানিয়েছেন তিনি।
এদিন মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশ, রাজ্যের সংশোধনাগারে কতজন গর্ভবতী মহিলা রয়েছেন সেটি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এই মামলা বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত করে শুনানির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।