shono
Advertisement

সাদা বলের ক্রিকেটে নেই শামি! বাংলার পেসারের বিশ্বকাপ ভাগ্য ঝুলছে IPL-এর উপর?

বিশ্বকাপে বল হাতে আগুন জ্বালিয়েছেন শামি।
Posted: 12:46 PM Dec 02, 2023Updated: 01:00 PM Dec 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগামিদিনে কি খেলতে দেখা যাবে মহম্মদ শামিকে (Mohammed Shami)? বাংলার এই পেসারকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সংবাদ সংস্থার খবর অনুয়ায়ী, গোড়ালিতে চোট রয়েছে শামির। টেস্ট কেরিয়ার দীর্ঘায়িত করতে হলে আপাতত সীমিত ওভারের ক্রিকেট থেকে দূরে সরে থাকতে হবে তাঁকে।
বিশ্বকাপের সময়ে গোড়ালিতে চোট লেগেছিল শামির। যদিও সেই চোট তাঁকে দমিয়ে রাখতে পারেনি। ভারতের তারকা পেসার মুম্বইয়ে অর্থোপেডিক চিকিৎসকের পরামর্শ নেবেন বলে জানা গিয়েছে।  শামির চোট কতটা গুরুতর, সেই ব্যাপারে কিছু জানায়নি বোর্ড।  
বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকা শামিকে আগামিদিনে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে দেখা না গেলেও অবাক হওয়ার কিছু নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে শামিকে পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। তবে যদি-কিন্তু একটা থেকেই যাচ্ছে। 

Advertisement

[আরও পড়ুন: রোহিতদের হেডস্যর যখন দর্শক! ছেলের খেলা গ্যালারিতে বসে দেখছেন দ্রাবিড়]
আইপিএলে শামি কেমন খেলছেন, কেমন পারফর্ম করছেন, চোট আরও বাড়ছে কিনা, এসব দেখার পরেই স্থির হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ভাগ্য। এক সূত্রকে উল্লেখ করে সংবাদ সংস্থা লিখেছে, শামি আপাতত সাদা বলের ক্রিকেটে খেলবে না। সামনে সাতটি টেস্ট ম্যাচ রয়েছে ভারতের। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে রয়েছে পাঁচটি টেস্ট। উপমহাদেশের পিচে বল রিভার্স সুইং করে। ফলে শামিকে দরকার ভারতের। সাদা বলের ক্রিকেট থেকে আপাতত সরে দাঁড়ালে টি-টোয়েন্টি বিশ্বকাপে কি জায়গা হবে শামির? 
আইপিএলের উপরে এখন নির্ভর করছে শামির বিশ্বকাপ ভাগ্য। দক্ষিণ আফ্রিকা সফরে দুটো টেস্টের জন্য শামিকে স্কোয়াডে নেওয়া হয়েছে। চোটের কথা ভেবেই শামির নামের পাশে স্টার চিহ্ন দেওয়া হয়েছিল। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট ম্যাচে শামিকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সেই সময়ে সংশয়ে ছিল বোর্ড। দক্ষিণ আফ্রিকা সফরে শামিকে পাওয়া যাবে কিনা তা বলবে সময়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শামিকে পাওয়া না গেলে চাপ বাড়বে ভারতেরই। জুন মাসে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে এখনও কিছুটা সময় রয়েছে। শেষ পর্যন্ত কী হয়, সেদিকেই লক্ষ্য সবার। 

[আরও পড়ুন: পরের বিশ্বকাপেও খেলবেন মেসি! ফুটবলের রাজপুত্রের মন্তব্যে তুঙ্গে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement