সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই আফগানিস্তানের (Afghanistan) নতুন সরকার গঠন করবে তালিবান (Taliban)। সেই নতুন সরকারের নেতৃত্ব কে দেবে তা নিয়ে গুঞ্জন রয়েছে। একটি সূত্রের দাবি, তালিবানের যুগ্ম প্রতিষ্ঠাতা মোল্লা বরাদরই (Mullah Baradar) সম্ভবত নেতৃত্ব দেবে নতুন তালিবান সরকারের। আপাতত সমস্ত গুরুত্বপূর্ণ তালিবান নেতারাই কন্দহরে হাজির হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে আলোচনা। এদিনই নমাজের পরে ঘোষিত হতে পারে সরকার।
মোল্লা বরাদর ছাড়াও তালিবান সরকারের শীর্ষ নেতৃত্বে থাকবে মোল্লা ওমরের ছেলে মোল্লা মহম্মদ ইয়াকুব ও শের মহম্মদ আব্বাসের মতো আরও অনেকে। তবে বরাদের পাশাপাশি আলোচনায় রয়েছে আখুন্দজাদাও। অন্য একটি সূত্রের দাবি, ইরানের ধাঁচে সরকার গড়বে তালিবান। আর সেই সরকারের নেতৃত্বে থাকবে প্রবীণ ওই নেতা।
[আরও পড়ুন: অকল্যান্ডের শপিং মলে আইসিস হামলা! ছুরি হাতে দাপিয়ে বেড়াল জঙ্গি]
এদিকে নতুন সরকার গঠনের আগেই তালিবান সংসারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে হাক্কানি (Haqqani) গোষ্ঠী এবং কান্দাহারের মোল্লা ইয়াকুব গোষ্ঠীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। যা সরকার গঠনের আগেই অস্বস্তিতে ফেলেছে তালিবানকে। তালিবানের সেনাবাহিনীর দায়িত্বে রয়েছে মোল্লা ইয়াকুব গোষ্ঠী। নতুন সরকারের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার দাবি জানিয়েছে তারা। কিন্তু হাক্কানি গোষ্ঠী সেখানে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে।
শুধু হাক্কানি বা ইয়াকুব গোষ্ঠীই নয়, একে একে তালিবানের অন্য গোষ্ঠীগুলিও নিজেদের অধিকার নিয়ে সরব হতে শুরু করেছে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে তালিবানের শীর্ষনেতারা। যদিও বুধবার রাতের বৈঠকের পরে তালিবানের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ইসলামিক নেতাদের প্রাধান্য আফগানিস্তানে সরকার তৈরি করবে তারা। তবে তখনই মন্ত্রিসভা সম্পর্কে বিশদে কিছু জানায়নি তারা। যা সম্ভবত শুক্রবার বিকেলেই জানা যাবে। গত ১৫ আগস্ট আফগানিস্তান দখল করে তালিবান। এদিকে সোমবারই পুরোপুরি আফগানিস্তান ছাড়ে মার্কিন সেনা। এবার নতুন সরকার গঠনের পথে জেহাদিরা।