সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট জো বাইডেনকে (Joe Biden) ইমপিচ করতে হবে রিপাবলিকান এমপিদের। তা না করলে জনপ্রতিনিধি হিসাবে তাঁদের জায়গা ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়া জায়গা অনায়াসেই রিপাবলিকান প্রার্থীরা জিতে যাবেন। নির্বাচনী প্রচারের সময়ে দলীয় এমপিদের কার্যত হুমকি দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি সাফ জানিয়ে দিলেন, বাইডেন ও তাঁর পরিবারের দুর্নীতির বিরুদ্ধে রিপাবলিকান এমপিরা যদি পদক্ষেপ না করেন তাহলে আখেরে ক্ষতি হবে এমপিদেরই।
[আরও পড়ুন: স্কুলের ল্যাবরেটরিতে বিস্ফোরণ, হাসপাতালে শিক্ষক-সহ ১০ ছাত্রী]
পুত্র হান্টারের ব্যবসা থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বাইডেন, বেশ কয়েকদিন ধরেই এমন প্রশ্ন উঠছে আমেরিকার রাজনৈতিক মহলে। প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনারও পরিকল্পনা রয়েছে রিপাবলিকানদের। সোমবার পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে সেই বিষয়টিই তুলে ধরেন রিপাবলিকান নেতা ট্রাম্প। সমর্থকদের সামনে তিনি বলেন, “ডেমোক্র্যাটদের দুর্নীতির বিরুদ্ধে যে রিপাবলিকান এমপিরা সরব হবে না, তাদের অবিলম্বে সংসদ থেকে বের করে দেওয়া উচিত। আমাদের দলে প্রচুর যোগ্য প্রার্থীরা রয়েছেন। যাদের বের করে দেওয়া হবে তাদের জায়গায় অনায়াসে জয়ী হতে পারবেন রিপাবলিকান প্রার্থীরা।”
প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রেসিডেন্টের ইমপিচমেন্ট নিয়ে মুখ খুলেছিলেন স্পিকার কেভিন ম্যাকার্থি। তিনি সাফ বলেন, প্রশাসন যদি যথাযথ তথ্য দিতে না পারে তাহলে অবশ্যই প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনা যেতে পারে। তবে ইমপিচমেন্ট প্রস্তাব পেশ করা নিয়ে দ্বিমত রয়েছে রিপাবলিকান এমপিদের মধ্যেই। একাংশের মতে, নিজেদের অনুকূলে থাকা বিলগুলি পাশ করিয়ে নিতে হবে। তাহলে রিপাবলিকরা ক্ষমতায় এলে কাজ করতে সুবিধা হবে। কিন্তু এই সময়ে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করলে আখেরে সময় নষ্ট হবে। কিন্তু অন্য অংশের দাবি, প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতেই হবে।