shono
Advertisement
Retired Justice Susanta Chatterjee

প্রয়াত ২১ জুলাই কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়, শোকপ্রকাশ মমতার

১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে গুলি চলার ঘটনায় সুশান্তবাবুর নেতৃত্বে কমিটি গঠন করা হয়।
Published By: Sayani SenPosted: 09:26 PM Jul 25, 2024Updated: 09:26 PM Jul 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে গুলি চলার ঘটনায় সুশান্তবাবুর নেতৃত্বে কমিটি গঠন করা হয়। সেই সুশান্ত চট্টোপাধ্যায়ের প্রয়াণে X হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সুশান্তবাবুর কর্মজীবন শুরু হাওড়া জেলা আদালত। তার পর ১৯৮৬ সালে কলকাতা হাই কোর্টের বিচারপতি হন। ১৯৯৪ সালে বদলি হয়ে ওড়িশা হাই কোর্টে যান। ১৯৯৯ সাল পর্যন্ত সেখানেই ছিলেন। মহাকরণ অভিযানে গুলি চলার ঘটনায় তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১১ সালে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। ২০১৪ সালে ওই কমিটি একটি রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্ট নিয়ে শোরগোল পড়েছিল যথেষ্ট। রিপোর্টকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে একাধিক মামলাও দায়ের হয়।

[আরও পড়ুন: ‘হিন্দুদের অস্তিত্ব সংকট’, বাংলার ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি বিজেপি সাংসদের]

ওই কমিটিরই প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি X হ্যান্ডেলে লেখেন,‘‘অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। বিচারপতি চট্টোপাধ্যায় কলকাতা এবং ওড়িশা হাই কোর্টে বিচারের দায়িত্বে ছিলেন। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনার তদন্তের জন্য তাঁকে আমাদের সরকার কমিটির প্রধান নিযুক্ত করেছিল। এই কঠিন সময়ে ওঁর পরিবারের জন্য আমার সমবেদনা রইল। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’’

[আরও পড়ুন: ধর্মঘট উঠলেও বাজারে অমিল আলু, কবে কমবে দাম?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রয়াত অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়।
  • ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে গুলি চলার ঘটনায় সুশান্তবাবুর নেতৃত্বে কমিটি গঠন করা হয়।
  • সেই সুশান্ত চট্টোপাধ্যায়ের প্রয়াণে X হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement