সুপর্ণা মজুমদার: সিনেমার সম্পদ যেমন অভিনেতা, তেমনই চিত্রনাট্য হল তার ভিত। ভিতই যদি নড়বড়ে হয়, তাহলে ঘরের বাকি সাজসজ্জার কোনও মূল্য থাকে না। অল্পেতেই সমস্ত কিছু ছারখার হয়ে যায়। ঠিক এমনটাই হয়েছে পরিচালক রেনসিল ডি’সিলভার (Rensil D’Silva) ছবি ‘ডায়াল ১০০’র ক্ষেত্রে। মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee), নীনা গুপ্তা, সাক্ষী তনওয়ারের মতো তারকা রয়েছে ছবিতে। তাতে প্রত্যাশা পূরণ হল কই?
ছবির কাহিনি শুরু হয় পুলিশ অফিসার নিখিল সুদের (মনোজ বাজপেয়ী) অফিসে ঢোকার দৃশ্য দিয়ে। বিপদে পড়ে যাঁরা ১০০ নম্বরে ফোন করেন, তাঁদের ফোন অ্যাটেন্ড করে নিখিলের ডিপার্টমেন্ট। এমনিতে নিখিল খুব একটা ফোন ধরে না। তবে এক মহিলার ফোন তাকে অ্যাটেন্ড করতেই হয়। প্রথমে স্যুইসাইড কার হুমকি দেয় মহিলা। তারপরই নিখিলের বাড়িতে ঢুকে পড়ে তাঁর স্ত্রী প্রেরণাকে (সাক্ষী তনওয়ার) অপহরণ করে। নিখিল জানতে পারে সীমা (নীনা গুপ্ত) নামে ওই মহিলা তার ছেলে ধ্রুবের কৃতকর্মের প্রতিশোধ নিতে চায়। বড়লোকের বিগড়ে যাওয়া সন্তানকে মাদক সরবরাহ করেছিল ধ্রুব। সেই মাদকের নেশায় গাড়ি চালিয়ে সীমার ছেলেকে পিষে দিয়েছিল সে। ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতেই এত কাণ্ড ঘটায় সীমা।
[আরও পড়ুন: কলকাতায় শুট করতে এসে ট্রাফিক পুলিশের পোশাক দেখে মুগ্ধ বলি তারকা Rahul Khanna]
প্রথমে যখন গল্প শুরু হয়েছিল, ভেবেছিলাম অস্কারজয়ী হ্যালি বেরি অভিনীত ‘দ্য কল’ সিনেমার মতো কোনও গ্রিপিং থ্রিলার হয়তো হতে চলেছে। কিন্তু কিছুক্ষণ কাটতে না কাটতেই সে গুড়ে বালি পড়ল। গল্প শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সীমার ইতিহাস জানা হয়ে গেল, তাতে গল্পের ভবিষ্যৎ ভেবে নিতে খুব একটা বেগ পেতে হল না। মনোজ বাজপেয়ীর অভিনয় দক্ষতা নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই। নীনা গুপ্ত (Neena Gupta) এবং সাক্ষী তনওয়ারও (Sakshi Tanwar) পোড় খাওয়া অভিনেত্রী। তবে গল্পের জোর না থাকলে তাঁদের কিছু করার নেই। অসহায়ভাবে শুধুমাত্র ক্যামেরার সামনে সংলাপ বলে গিয়েছেন। যে মনোজ কিছুদিন আগে ‘ফ্যামিলি ম্যান’ হয়ে দুর্দান্ত অভিনয় করেছেন, সেই মনোজকেই এছবিতে আবার বড্ড ম্লান লেগেছে।
- ছবি – ডায়াল ১০০
- অভিনয়ে – মনোজ বাজপেয়ী, নীনা গুপ্তা, সাক্ষী তনওয়ার
- পরিচালক – রেনসিল ডি’সিলভা