shono
Advertisement
RG Kar Case

আর জি কর কাণ্ড: বিনীত গোয়েলের মামলা থেকে সরলেন হাই কোর্টের প্রধান বিচারপতি

ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি।
Published By: Paramita PaulPosted: 01:06 PM Feb 20, 2025Updated: 03:22 PM Feb 20, 2025

গোবিন্দ রায়: আর জি করের এক মামলা থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। 'অভয়া' কাণ্ডে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। নতুন বেঞ্চে হবে পরবর্তী শুনানি।

Advertisement

আর জি কর (RG Kar Case) হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছিল। নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম প্রকাশ করায় তাঁর বিরুদ্ধে দায়ের হয় জনস্বার্থ মামলা। হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলছিল। এবার সেই মামলা থেকেই সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। 

শেষ শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়, বিনীত গোয়েলের বিরুদ্ধে রাজ্যই ব্যবস্থা নিতে পারে। আরও জানানো হয়েছে, যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত, সেই রাজ্য সরকারই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে। যদি রাজ্য সরকার কোনও পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ করা যায়। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল বিরুদ্ধে কে পদক্ষেপ নেবে? কেন্দ্র নাকি রাজ্য প্রথম থেকে এই প্রশ্ন উঠেছিল আদালতে। প্রধান বিচারপতির বেঞ্চ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ জারি করেছিল। সকলের মতামত জানতে চাওয়া হয়েছিল। শুনানি চলাকালীন এবার সরে দাঁড়ালেন হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি করের এক মামলা থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
  • 'অভয়া' কাণ্ডে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়।
  • সেই মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি।
Advertisement