shono
Advertisement
RG Kar Case in High Court

অধিকার নেই! সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্যের করা মামলা গ্রহণই করল না হাই কোর্ট

বিচারপতি সাফ জানালেন, "সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই।"
Published By: Tiyasha SarkarPosted: 10:43 AM Feb 07, 2025Updated: 01:37 PM Feb 07, 2025

গোবিন্দ রায়: আর জি কর কাণ্ডে (RG Kar Case) দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাই কোর্টের (High Court) দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু সেই মামলা গ্রহণই করল না আদালত। বিচারপতি সাফ জানালেন, "সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই।" আদালত জানিয়েছে, এই মামলা একমাত্র করতে পারে সিবিআই। 

Advertisement

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। কিন্তু প্রত্যক্ষ প্রমাণের অভাবে এই মামলাকে ‘বিরলের মধ্যে বিরলতম’বলে চিহ্নিত করেননি বিচারক। সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে ফাঁসির বদলে যাবজ্জীবনের সাজা দিয়েছে নিম্ন আদালত। এই সাজায় খুশি হননি মুখ্যমন্ত্রীও। সাজা ঘোষণার পরই তিনি জানিয়েছিলেন, রাজ্য সরকার হাই কোর্টের দ্বারস্থ হবে। কথা মতোই রাজ্য আদালতেও যায়। হাই কোর্টে রাজ্যের করা আবেদনকে একপ্রকার চ্যালেঞ্জ করে সিবিআই। আদৌ রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কিনা, প্রশ্ন তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাই কোর্টে রাজ্যের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআইয়ের আইনজীবী বলেন, মামলার সঙ্গে সরাসরি যুক্ত তিন পক্ষ পরিবার, সিবিআই কিংবা দোষী হাই কোর্টের দ্বারস্থ না হলে, রাজ্য কীভাবে এই আবেদন করতে পারে?

সেই মামলার শুনানিতে শুক্রবার কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) স্পষ্টভাবে জানিয়েদিল, রাজ্য এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করতেই পারে না। রাজ্যের সেই অধিকারই নেই। ফলে এই মামলা গ্রহণই করেনি আদালত। বিচারপতি জানিয়েছেন, শুধুমাত্র সিবিআই-ই এই আবেদন করতে পারে। উল্লেখ্য, রাজ্য ও সিবিআই সঞ্জয়ের ফাঁসি চাইলেও অভয়ার পরিবার তা চায় না বলেই জানিয়েছে আদালতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য।
  • কিন্তু সেই মামলা গ্রহণই করল না আদালত।
  • বিচারপতি সাফ জানালেন, "সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই।"
Advertisement