shono
Advertisement

Breaking News

RG Kar Doctor Death Case

আর জি কর কাণ্ডে এবার CBI জিজ্ঞসাবাদ চার জুনিয়র ডাক্তারকে, হবে রহস্যভেদ?

এখনও পর্যন্ত ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার একজন।
Published By: Tiyasha SarkarPosted: 03:48 PM Sep 11, 2024Updated: 04:56 PM Sep 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে এবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে চার জুনিয়র চিকিৎসক। সূত্রের খবর, চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় ওই চিকিৎসকদের তলব করা হয়েছে। তাঁদের জেরা করে তদন্তে প্রয়োজনীয় একাধিক তথ্য মিলবে বলে আশাবাদী তদন্তকারীরা।

Advertisement

আর জি কর কাণ্ডে(RG Kar Doctor Death Case) তোলপাড় বাংলা। তদন্ত চালাচ্ছে সিবিআই। চিকিৎসক ধর্ষণ ও খুনে অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেরা করে একাধিক তথ্য মিলেছে বলে খবর। তবে এখনও রহস্যভেদ হয়নি। এই নারকীয় ঘটনার নেপথ্য আর কেউ জড়িত কি না। থাকলে তারা কারা, তা এখনও স্পষ্ট নয়। সেই তথ্য পেতে এবার সিজিওতে তলব করা হয় চার জুনিয়র ডাক্তারকে। বুধবার বেলা ১২ টা নাগাদ ওই চারজন হাজিরা দেন বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও সিবিআই দপ্তরেই রয়েছেন ওই চারজন।

[আরও পড়ুন: ঘুম উড়বে পাকিস্তানের, আওতায় চিনও, এবার ৯০০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্যভবনের সামনে রাস্তায় বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা। গতকালই নবান্নে তলব করা হলেও তাতে সাড়া দেননি তাঁরা। পালটা মুখ্যমন্ত্রীকে মেল করে একাধিক দাবিদাওয়া জানান তাঁরা। পরবর্তীতে মুখ্যসচিব মেল করেন আন্দোলনকারীদের। তাঁদের সন্ধ্যে ৬ টায় নবান্নে ডাকা হয়েছে ফের।

[আরও পড়ুন: নির্বাচনের আগে বিপাকে ফারুক আবদুল্লা! দুর্নীতি মামলায় নয়া অভিযোগে আদালতে ইডি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর কাণ্ডে এবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে চার জুনিয়র চিকিৎসক।
  • সূত্রের খবর, চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় ওই চিকিৎসকদের তলব করা হয়েছে।
  • তাঁদের জেরা করে তদন্তে প্রয়োজনীয় একাধিক তথ্য মিলবে বলে আশাবাদী তদন্তকারীরা।
Advertisement