সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস টাইমে ফের ব্যাহত মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ যান্ত্রিক ত্রুটির জেরে বেলগাছিয়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল মেট্রো। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। তবে আংশিকভাবে ডাউন লাইনের পরিষেবা স্বাভাবিক ছিল। গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আধঘণ্টা পর ত্রুটি সারিয়ে রওনা দেয় মেট্রোটি। ততক্ষণে একের এর এক স্টেশনে ভিড় জমতে শুরু করেছে। পরিষেবা শুরু হলেও অতিরিক্ত ভিড়ের কারণে একের পর এক মেট্রো ছাড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে রওনা দেওয়ার পর বেলগাছিয়া স্টেশনে ভিড়ে ঠাসা মেট্রোর সব যাত্রীকে নেমে যেতে বলা হয়। তারপর সেখানেই আধঘণ্টা দাঁড়ায়ে থাকে মেট্রোটি। ততক্ষণ গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল।
সাড়ে নটা নাগাদ মেট্রো চলতে শুরু করলেও যাত্রীদের ভোগান্তি কমেনি। দক্ষিণেশ্বর-দমদম থেকেই ভিড়ে ঠাসা হয়ে আসছে মেট্রো। ফলে পরবর্তী স্টেশন থেকে যাত্রীরা উঠতে পারছে না বলেই অভিযোগ। স্বাভাবিকভাবেই গন্তব্য়ে পৌঁছতে দেরি হচ্ছে সকলেরই।
চলতি সপ্তাহের শুরু থেকেই একধাক্কায় অনেকটাই কমেছে মেট্রোর সংখ্যা। আপ-ডাউন মিলিয়ে দিনে ৪০টি করে মেট্রো কম চলছে। সাত নয়, সকালের দিকে ১৪ মিনিটের ব্যবধানে মিলছে ট্রেন। এর মধ্যেই এখ যান্ত্রিক ত্রুটির জেরে ক্রমেই ভোগান্তির অপর নাম উঠছে কলকাতা মেট্রো।