shono
Advertisement
R G Kar Protest

মহামেডানের মহীতোষ-ইসরাফিল থেকে ভারতের জার্সিতে মণিরুল, 'জাস্টিসে'র দাবি কলকাতা থেকে নেপালে

তিন প্রধানের সমর্থকদের মিলিত প্রতিবাদ দেখেছে কলকাতা। এবার তা ছড়িয়ে পড়ল ভারতীয় ফুটবল দলেও।
Published By: Arpan DasPosted: 07:27 PM Aug 19, 2024Updated: 07:51 PM Aug 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের প্রতিবাদে (RG Kar Protest) সরব কলকাতা। যার আঁচ পড়েছে খেলার মাঠেও। 'জাস্টিস ফর আর জি কর'-এর দাবিতে পথে নেমেছেন শুভাশিস বোসের মতো ফুটবলার। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান সমর্থকদের মিলিত প্রতিবাদও দেখা গিয়েছে। এবার সেই রাস্তাতেই পা মেলালেন ময়দানের ফুটবলাররাও। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে নেপালের ললিতপুর, ন্যায়বিচারের জন্য সরব ফুটবলাররা।

Advertisement

এদিন কলকাতা লিগে ম্যাচ ছিল মহামেডান ও এরিয়ানের। সুপার সিক্সে ওঠার জন্য এই ম্যাচ কার্যত 'ফাইনাল' ছিল সাদা-কালো ব্রিগেডের। প্রথমে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে তারা। হ্যাটট্রিক করে নায়ক হন ইসরাফিল দেওয়ান। একটি গোল মহীতোষের। আর ম্যাচের পর 'জাস্টিস ফর আর জি কর'-এর দাবিতে শামিল হন মহামেডানের ফুটবলাররা। জার্সিতে ওই স্লোগান তুলে ধরে নিজেদের প্রতিবাদ জানিয়ে দেন তারা।

[আরও পড়ুন: দলীপ ট্রফির দলে কেন নেই রোহিত-বিরাট? বিসিসিআইয়ের সিদ্ধান্তে প্রশ্ন গাভাসকরের]

এ তো গেল ঘরের মাঠের কথা। তার সঙ্গে প্রতিবাদ ধ্বনিত হয়েছে নেপালের ললিতপুরেও। সেখানে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও নেপাল। দুজন লাল কার্ড দেখলেও ভারত জেতে ১-০ গোলে। গোল করেন বাংলার ছেলে মনিরুল মোল্লা। তার পরই জার্সি খুলে সেলিব্রেট করেন তিনি। সেখানেও ছিল আর জি করের ঘটনার প্রেক্ষিতে 'জাস্টিস'-এর দাবি। প্রতিবাদের আঁচ যে কেবল বাংলা বা ভারতেই সীমাবদ্ধ, তা নয়। তা ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডীর বাইরেও। বয়সের সীমারেখা অতিক্রম করে সেই প্রতিবাদে শামিল ভাঙড়ের ছেলে মনিরুল। জাতীয় দলের জার্সিতেও তিনি চাইছেন, এই অন্যায়ের ন্যায়বিচার। 

[আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজে কি খেলবেন মহম্মদ শামি? কী বলছেন জয় শাহ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব কলকাতা। যার আঁচ পড়েছে খেলার মাঠেও।
  • 'জাস্টিস ফর আর জি কর'-এর দাবিতে পথে নেমেছেন শুভাশিস বোসের মতো ফুটবলার।
  • এবার সেই রাস্তাতেই পা মেলাল ময়দানও। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে নেপালের ললিতপুর, ন্যায়বিচারের জন্য সরব ফুটবলাররা।
Advertisement