সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্তের মৃত্যুর রহস্য কি মাদক চক্রের ঘেরাটোপেই লুকিয়ে? উত্তর খুঁজছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সিবিআই, ইডির পাশাপাশি এবার সুশান্ত (Sushant Singh Rajput) মৃত্যু তদন্তে জোর কদমে নেমে পড়ল এনসিবি। মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের তরফে। যার রেশ ধরে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। এবার মাদক কারবারী ফারুক বাটাটার খোঁজে এনসিবি। কিন্তু এসবের মাঝেই রিয়ার (Rhea Chakraborty) ভাই সৌভিকের এক চ্যাট জোর শোরগোল ফেলে দিয়েছে।
সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটে সৌভিককে মাদক কারবারীকে বলতে দেখা গিয়েছে যে, "বুম দরকার ভাই, ড্যাড-এর দরকার... ও বোঝেইনি যে ওর স্টক শেষ গয়ে গিয়েছে..!" এই কথপোকথনে 'ড্যাড' বলে কাকে সম্বোধন করতে চেয়েছেন সৌভিক? সেই সন্দেহে ভর করেই রহস্য দানা বাঁধছে। এবার এই মাদক কারবারীদের সঙ্গে ভাইবোনের এত ঘন ঘন কথা যোগাযোগ রাখাকেই সন্দেহের চোখে দেখছেন গোয়েন্দা আধিকারিকরা। সূত্রের খবর, আগামী শনিবার ফের ইডির অফিসে হাজিরা দিতে হবে সৌভিককে। উপরন্তু নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আতস কাচও রিয়ার ভাইয়ের উপর।
[আরও পড়ুন: শুটিং শুরু করতেই বিপদ! অমিতাভের ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে করোনায় আক্রান্ত দুই ব্যক্তি]
এক সূত্রের খবরে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে, মাদকচক্রে সৌভিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার। সুশান্তের মৃত্যুর তিন দিন পরও নাকি তাঁদের নির্দেশে ধৃতদের মধ্যে একজন ১০ গ্রাম মাদক পৌঁছে দিয়েছিলেন কোথাও। ফোন নম্বর লোকেশন ট্র্যাক করেও সেই প্রমাণ মিলেছে।
বুধবার, রিয়ার মা-বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কথায়, অসঙ্গতি মেলার কারণেই ফের ইন্দ্রজিৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ জন্য ডাকা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ডিআরডিও গেস্ট হাউজে হাজির হন ইন্দ্রজিৎ চক্রবর্তী। এদিকে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকেও ফের CBI জেরা করবে বলে খবর মিলেছে।
অন্যদিকে সুশান্ত মামলায় মাদক কাণ্ডে ধৃত আবদুল বসিত, জায়েদ ভিলাত্রাকে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত হেপাজতে নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদককাণ্ডে ধৃত এই দুজনকে বৃহস্পতিবারই আদালতে পেশ করা হয়। জানা যাচ্ছে, জেরার মুখে দুজনেই সৌভিক চক্রবর্তী ও মিরান্ডার সঙ্গে তাঁদের যোগাযোগের কথা স্বীকার করে নিয়েছেন।
এদিকে মার্কিন মুলুকে সুশান্তের ন্যায়বিচারের জন্য লাগানো বিলবোর্ড সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন দিদি শ্বেতা কীর্তি সিং।