shono
Advertisement
Rinku Singh

বিরাটের সঙ্গে আরসিবিতে খেলতে চান! মনের কথা ফাঁস রিঙ্কুর

হঠাৎ কেন এহেন কথা রিঙ্কুর মুখে?
Published By: Arpan DasPosted: 02:57 PM Aug 19, 2024Updated: 03:41 PM Aug 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী আইপিএলের আগে নিলামের নিয়ম বদলাতে চলেছে। কতজন ক্রিকেটারকে রিটেনশন করা যাবে, সেই নিয়ে এখনও সব প্রশ্নের উত্তর মেলেনি। সেক্ষেত্রে অনেক প্লেয়ারকেই ছেড়ে দিতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে। একই পরিস্থিতি কি হতে চলেছে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) সঙ্গে? সেক্ষেত্রে পরের গন্তব্যও ঠিক করে রেখেছেন রিঙ্কু।

Advertisement

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েই তাঁর উত্থান। একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলে নাইটভক্তদের নয়নমণি হয়ে উঠেছেন তিনি। সুযোগ পেয়েছেন জাতীয় দলেও। কিন্তু গত আইপিএলে কেকেআরে সেভাবে ধারাবাহিক ছিলেন না রিঙ্কু। 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে নামলেও সব ম্যাচে চেনা ছন্দে পাওয়া যায়নি। তাহলে কি পরের বছর পরিচিত বেগুনি জার্সিতে দেখা যাবে না তাঁকে?

[আরও পড়ুন: ‘সব ভুলে যান, শুধু ভোলেন না…’ রোহিতের কোন গুণের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন কোচ?]

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দেন রিঙ্কু। তাঁর উত্তর, "এখনও তো কিছু জানি না। এখনও আমাকে জানানো হয়নি রিটেইন করা হবে, নাকি নিলামে যেতে হবে। এখন দেখা যাক, ভবিষ্যতে কী হয়?" কিন্তু যদি কেকেআর তাঁকে ছেড়ে দেয়, তাহলে কোন দলে যাবেন ভারতের বাঁহাতি 'ফিনিশার'? একটু হেসে রিঙ্কুর উত্তর 'আরসিবি'। সেটা যে মূলত বিরাট কোহলির জন্য, সেটা ইতিমধ্যেই অনুমান করা শুরু করে দিয়েছেন ভক্তরা।

[আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে জোড়া ছক্কায় ম্যাচ উইনার, জাতীয় দলে ফের কড়া নাড়ছেন ‘অবাধ্য’ ঈশান]

গত আইপিএলে বিরাটের থেকে ব্যাট পেয়েছিলেন তিনি। সেই ব্যাট ভেঙে যাওয়ার পর আরও একটি ব্যাট উপহার দেন বিরাট। সেই প্রসঙ্গ তুলে আনেন রিঙ্কু। সেই সঙ্গে কেকেআরের প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে তিনি বলেন, "উনি খেলা নিয়ে যথেষ্ট সিরিয়াস। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর খুব মজা করেন। এমন নয় যে সব সময় সিরিয়াস থাকেন।" কিন্তু গম্ভীরও এখন কেকেআরে নেই। ফলে রিঙ্কু কি আদৌ নাইটদের হয়ে খেলবেন? নাকি আরসিবিতে বিরাটের সঙ্গেই নামতে দেখা যাবে তাঁকে? উত্তরটা সময়ই দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী আইপিএলের আগে নিলামের নিয়ম বদলাতে চলেছে।
  • কতজন ক্রিকেটারকে রিটেনশন করা যাবে, সেই নিয়ে এখনও সব প্রশ্নের উত্তর মেলেনি।
  • সেক্ষেত্রে অনেক প্লেয়ারকেই ছেড়ে দিতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে।
Advertisement