shono
Advertisement

শেষ বলে ছক্কা হাঁকিয়েও ‘মূল্য’ পেলেন না রিঙ্কু, জানেন কেন?

বৃহস্পতিবার অজিদের বিরুদ্ধে জোড়া রেকর্ড ভারতের।
Posted: 12:35 PM Nov 24, 2023Updated: 12:35 PM Nov 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথা ঠান্ডা রেখে শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয়। চাপের মুখে শীতল মস্তিষ্ক। ঘাবড়ে না গিয়ে বলের মান দেখে খেলা। আদর্শ ‘ফিনিশার’ হতে যা যা উপকরণ দরকার, সেটা যে তাঁর মধ্যে রয়েছে, তা বৃহস্পতিবার আরও একবার বুঝিয়ে দিলেন রিঙ্কু সিং। অজিদের বিরুদ্ধে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে অনবদ্য জয় এনে দিলেন রিঙ্কু। কিন্তু দুঃখের বিষয়, শেষ বলে হাঁকানো ওই ছক্কা রিঙ্কুর রানের খাতায় যোগই হল না।

Advertisement

আসলে অজিদের বিরুদ্ধে জিততে শেষ বলে ভারতের দরকার ছিল ১ রান। স্ট্রাইকে ছিলেন রিঙ্কু (Rinku Singh)। ওই বলেই ছক্কা হাঁকিয়ে দেন কেকেআরের (KKR) ব্যাটার। কিন্তু পরে দেখা যায় শন অ্যাবোট ওই বলটি নো বলে করেছেন। নো বল হয়ে যাওয়ায়, রিঙ্কুর ছয়ের আগেই ম্যাচ জিতে যায় ভারত। ফলে রিঙ্কুর হাঁকানো ছক্কা কাজে লাগেনি। স্কোরবোর্ডেও সেটা যোগ হয়নি। তবে রান যোগ না হলেও রিঙ্কুর ওই ছয় বহু ভারতীয় ক্রিকেটাপ্রেমীকে স্বপ্ন দেখাচ্ছে।

[আরও পড়ুন: টাকা নিয়ে সংসদে প্রশ্ন: মহুয়া বিতর্কের পর বদলে গেল সংসদীয় ওয়েবসাইটে লগ ইনের নিয়ম!]

রিঙ্কুর ওই ছক্কা যোগ না হলেও ভারত বৃহস্পতিবার জোড়া রেকর্ড গড়েছে। এদিন ২০৯ রান তাড়া করে জিতেছে ভারত। যা কিনা টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। এর আগে ২০১৯-এর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে হায়দরাবাদে ২০৮ রান তাড়া করে জিতেছিল ভারত।

[আরও পড়ুন: বিলম্বিত ন্যায়বিচার, ছাত্রমৃত্যুর ঘটনায় এবার অনশনে যাদবপুরেরই অধ্যাপক]

তাছাড়া এই নিয়ে টি-টোয়েন্টিতে পাঁচ বার দুশোর বেশি রান তাড়া করে জিতল ভারত। আর কোনও দল টি-২০ ক্রিকেটে এতবার দুশোর বেশি রান তাড়া করে জেতেনি। ভারতের পর দক্ষিণ আফ্রিকা ৪ বার, পাকিস্তান ৩ বার এবং অস্ট্রেলিয়াও ৩ বার ২০০ রান তাড়া করে জিতেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement