সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, মর্নিং শোজ দ্য ডে৷ ওলিম্পিকে নবম দিনের শুরুটা হল সাইনা নেহওয়ালের হার দিয়ে৷ যত সময় গড়াল, হারের তালিকা ততই লম্বা হল৷ এদিন সেই তালিকায় সবচেয়ে উপরে থাকবে ভারতীয় হকি দলের নাম৷
৩৬ বছর পর ফের ওলিম্পিকের মঞ্চে হকিতে পদক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল দেশবাসী৷ এদিন বেলজিয়ামের কাছে ১-৩ গোলে মুখ থুবড়ে পড়লেন শ্রীজেশরা৷ স্বপ্নভঙ্গ হল৷ আশায় বুক বাঁধা শতকোটি ভারতীয়র চোখের কোণ জলে ভিজল৷ এবারও হল না৷ শেষ আট থেকেই ওলিম্পিককে আলবিদা জানাল ওল্টমান্স অ্যান্ড কোম্পানি৷
টেনিস কোর্টেও ছবিটা পাল্টালো না৷ ব্রোঞ্জ জয়ের দোরগোড়ায় এসেও পদক ছুঁতে পারলেন না সানিয়া মির্জা ও রোহন বোপন্না৷ সেমিফাইনালে হারের পর ব্রোঞ্জের আশা জিইয়ে ছিল৷ কিন্তু চেক জুটি হ্রাদেকা-স্টেপানেকের কাছে স্ট্রেট সেটে হেরে সেটাও হাতছাড়া করলেন সানিয়ারা৷ মিক্সড ডাবলসে চেক জুটির পক্ষে ম্যাচের ফল ৬-১, ৭-৫৷
মহিলা ডাবলস থেকে আগেই ছিটকে গিয়েছিলেন জোয়ালা গুট্টা ও অশ্বিনী পুনাপ্পা৷ এবার ওলিম্পিক থেকে বিদায় নিলেন সাইনা নেহওয়াল৷ গ্রুপের দ্বিতীয় ম্যাচেই যে এমনটা হবে, তা হয়তো তাঁর অতি বড় শক্রুও ভাবেননি৷ রবিবার মহিলা সিঙ্গলসে ব়্যাঙ্কিংয়ে অনেক নিচে থাকা ইউক্রেনের মারিয়া উলিটিনার কাছে পরাস্ত হলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলার৷
২০১২ লন্ডন ওলিম্পিকের ব্রোঞ্জের রং সোনালী করার স্বপ্ন এবারের মতো স্বপ্নই রয়ে গেল৷ পদক জয়ের অন্যতম দাবিদার সাইনা এদিন ১৮-২১, ১৯-২১ স্ট্রেট গেমে হেরে রিও থেকে ছিটকে গেলেন৷ তবে হারের ভিড়ে গ্রুপ ম্যাচে জিতে নজর কাড়লেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু৷ কানাডার মিচেলির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মহিলা সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু৷ তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৯, ২১-১৯, ২১-১৭৷ সিন্ধুর পাশাপাশি পুরুষ সিঙ্গলসের গ্রুপ পর্বের ম্যাচে জিতলেন কিদাম্বি শ্রীকান্ত৷ সুইডিশ হেনরিকে ২১ -৬, ২১-১৮ ব্যবধানে হারালেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা৷
এদিকে, ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে কোয়ালিফাই করতে ব্যর্থ দুই ভারতীয় শুটার গগন নারাং ও চেন সিং৷ ৬৪ কেজি বক্সিং? সেই বিভাগেও এদিন ব্যর্থ ভারতীয় বক্সার মনোজ কুমার৷ ভারতের যাবতীয় আশা-ভরসা এখন টিকে দীপা কর্মকারের উপরই৷
The post ওলিম্পিক থেকে বিদায় সানিয়া, সাইনা, শ্রীজেশদের appeared first on Sangbad Pratidin.