shono
Advertisement
Rishabh Pant

এক ম্যাচ নির্বাসিত পন্থ, আরসিবির বিরুদ্ধে নামার আগে ধাক্কা দিল্লি শিবিরে

Published By: Krishanu MazumderPosted: 03:29 PM May 11, 2024Updated: 04:22 PM May 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে বড় ধাক্কা। এক ম্যাচ নির্বাসিত করা হল অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant)। তিনি এক ম্যাচ নির্বাসিত হওয়ার অর্থ, রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারবেন না। পন্থ না থাকার অর্থ দিল্লি শিবিরে রক্তাল্পতা। প্লে অফের টিকিট দিল্লি জোগাড় করতে পারবে কিনা, তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই পন্থের নির্বাসনের খবর এল দিল্লির সাজঘরে।
কেন নির্বাসিত করা হল দিল্লি অধিনায়ককে? ৭ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মন্থর ওভার রেটের জন্য নির্বাসিত করা হয়েছে দিল্লির উইকেট কিপার-ব্যাটারকে। আইপিএলের তরফ থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, টুর্নামেন্টের কোড অফ কন্ড্যাক্ট লঙ্ঘন করার জন্য দিল্লি ক্যাপিটালসকে শাস্তি দেওয়া হয়েছে। অন্যদিকে মন্থর ওভার রেটের জন্য আর্থিক জরিমানা এবং এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে দলের অধিনায়ককে। 
স্লো ওভার রেটের জন্য ঋষভ পন্থের দলের এটা মরশুমে তৃতীয় অপরাধ। আইপিএলের নিয়মানুযায়ী, মন্থর ওভার রেটের জন্য প্রথম বার দোষী সাব্যস্ত হলে অধিনায়ককে দিতে হয় ১২ লক্ষ টাকা। দ্বিতীয়বার একই অপরাধের জন্য ক্যাপ্টেনকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। আর তৃতীয়বার দোষী হলে ৩০ লক্ষ টাকা জরিমানা, সেই সঙ্গে এক ম্যাচের নির্বাসনের খাঁড়া নেমে আসে অধিনায়কের উপরে। 

Advertisement

[আরও পড়ুন: ‘হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না’, গম্ভীরের জন্য হৃদয় উজাড় করা ভালোবাসা নাইট ভক্তদের]


আইপিএলে প্লে অফে এখনও পৌঁছতে পারে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের পয়েন্ট তালিকায় দিল্লি এই মুহূর্তে পাঁচ নম্বরে। তাদের বাকি দুটি ম্যাচ। দুটো ম্যাচ জিতলে দিল্লির পয়েন্ট হবে ১৬। আগে বাকি দুটো ম্যাচে জয় হাসিল করতে হবে দিল্লিকে, পরে তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। কী হবে তা বলবে সময়। 
এবার অবশ্য পন্থের সঙ্গে সঙ্গে গোটা দলকেও আর্থিক জরিমানা করা হয়েছে। নিয়ম অনুযায়ী, দুবার একই অপরাধের জন্য জরিমানা করা হয় দলের অধিনায়ককে। তৃতীয়বার একই অপরাধ করা হলে দলের প্রত্যেককে জরিমানা দিতে হয়। এক্ষেত্রে দিল্লি ক্যাপিটালস দলের প্রত্যেককে ১২ লক্ষ টাকা অথবা ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ আর্থিক জরিমানা করা হয়েছে। 

[আরও পড়ুন: ‘এটাই আমার শেষ বছর’, ভাইরাল রোহিত-অভিষেকের কথোপকথন, বাধ্য হয়ে ডিলিট করল কেকেআর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লি ক্যাপিটালস শিবিরে বড় ধাক্কা।
  • এক ম্যাচ নির্বাসিত করা হল অধিনায়ক ঋষভ পন্থকে।
  • তিনি এক ম্যাচ নির্বাসিত হওয়ার অর্থ, রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারবেন না পন্থ।
Advertisement