shono
Advertisement

আফগানিস্তান সিরিজেই ফিট হয়ে উঠবেন পন্থ! কিন্তু…, বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

প্রায় এক বছর ক্রিকেট মাঠে দেখা যায়নি পন্থকে।
Posted: 08:09 PM Dec 16, 2023Updated: 08:09 PM Dec 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের জার্সি গায়ে ঋষভ পন্থ (Rishabh Pant) শেষবার মাঠে নেমেছিলেন প্রায় বছরখানেক আগে। তার পর বহুবার তাঁর মাঠে ফেরার জল্পনা শোনা গিয়েছে। ফিট হয়ে ওঠার কাহিনী শোনা গিয়েছে। কিন্তু এক বছরে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করতে পারেননি টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটার। অবশেষে তাঁর প্রত্যাবর্তনের দিন এগিয়ে আসছে।

Advertisement

বোর্ড সূত্রের খবর, ঋষভ পন্থ পুরোপুরি সুস্থতার পথে। সব ঠিক থাকলে হয়তো আফগানিস্তানের বিরুদ্ধেও মাঠে নেমে পড়তে পারতেন। জানুয়ারিতে ভারত সফর আসবেন রশিদ খানরা। লক্ষ্য তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ১১ জানুয়ারি মোহালি, ১৪ জানুয়ারি ইন্দোর এবং ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে হবে খেলা। বোর্ড সূত্র বলছে, পন্থ ওই সিরিজের মধ্যেই ম্যাচ ফিট হয়ে যেতে পারেন। কিন্তু তাঁকে ওই সিরিজে খেলানো হবে না। ফেরানো হবে সোজা আইপিএলেই (IPL 2024)।

[আরও পড়ুন: বাগানে ‘সৌরভ’ ছড়াবে অমর একাদশ, মূর্তি উন্মোচনে মহারাজ]

বিসিসিআই সব ক্রিকেটারদের ফিট হয়ে ওঠার জন্য সম্পূর্ণ সময় দিতে চাইছে। যাতে ভবিষ্যতে চোটআঘাত জনিত সমস্যা ফের মাথাচাড়া দিতে না পারে। এর আগে শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরাহদের নিয়ে তাড়াহুড়ো করার ফল ভুগতে হয়েছে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পন্থের ক্ষেত্রে আর তাড়াহুড়ো করতে চায় না বিসিসিআই (BCCI)। তাই পন্থ জানুয়ারির শেষেই ফিট হয়ে গেলেও তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে এখনই ফেরানো হবে না। তাছাড়া এতদিন মাঠের বাইরে থাকার পর পন্থ কী অবস্থায় আছেন, ফর্ম কেমন সেটাও দেখে নিতে চায় বিসিসিআই। সেকারণেই তাড়াহুড়ো করা হচ্ছে না। পুরোপুরি ফিট হয়ে গেলেও পন্থের প্রত্যাবর্তন হবে সেই আইপিএলেই।

[আরও পড়ুন: যুব ডার্বিতে দাপট ইস্টবেঙ্গলের, ঘরের মাঠে চার গোল খেল মোহনবাগান]

গত বছর ডিসেম্বরের শেষ দিন ভয়াবহ পথদুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ (Rishabh Pant)। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারার পরই গাড়িটিতে আগুন লেগে যায়। গাড়ির কাচ ভেঙে বেরিয়ে এসে কোনওক্রমে প্রাণে বাঁচেন তিনি। তারপর দীর্ঘদিন ভরতি ছিলেন হাসপাতালে। গত আইপিএলেও থাকতে হয়েছিল মাঠের বাইরে। তবে নিজের দল দিল্লিকে উৎসাহ দিতে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন তারকা উইকেটকিপার। পরে রিহ্যাব শুরুর পর বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাঁকে। পন্থ এখনও এনসিএ-তে রিহ্যাব করেছেন। সেখানেই দ্রুত ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement