shono
Advertisement
Rishabh Pant

গাড়ি দুর্ঘটনা থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, এবার টেস্ট টিমে প্রত্যাবর্তন হতে চলেছে ঋষভের

বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে জশপ্রীত বুমরাকে।
Published By: Arpan DasPosted: 01:52 PM Sep 05, 2024Updated: 02:25 PM Sep 05, 2024

স্টাফ রিপোর্টার : গাড়ি দুর্ঘটনার জন‌্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। আইপিএলে ফেরার পর জাতীয় দলেও ফিরেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। এবার টেস্ট দলেও প্রত‌্যাবর্তন হতে চলেছে ঋষভ পন্থের (Rishabh Pant)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত। প্রথম টেস্ট চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট কানপুরে। যা খবর, তাতে আগামী সপ্তাহেই বাংলাদেশ সিরিজের জন‌্য ভারতীয় টেস্ট টিম নির্বাচন হবে। বৃহস্পতিবার থেকে দলীপ ট্রফি শুরু হচ্ছে। যেখানে জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটাররা খেলছেন। দলীপের প্রথম রাউন্ডের পর টেস্ট টিমে নির্বাচন।
যা খবর, তাতে টেস্টে আবার ফিরছেন ঋষভ। তাই তাঁকে দলীপে দেখে নেওয়া হচ্ছে। ইংল‌্যান্ডের বিরুদ্ধে টেস্টে ধ্রুব জুরেল ঘরের মাঠে দুরন্ত পারফর্ম করেছিলেন। ঋষভের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জুরেলকে যে রাখা হবে, সেটা বলে দেওয়াই যায়। টেস্ট টিম থেকে বাদ পড়তে চলেছেন শ্রীকর ভরত।

Advertisement

[আরও পড়ুন: জয়ের অদম্য ইচ্ছে তাতাচ্ছে মহামেডানকে, আইএসএলে অভিষেক নিয়ে চাপে নেই চেরনিশভ]

এর বাইরে অবশ‌্য তেমন কোনও চমক থাকবে না বলেই শোনা গেল। যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে সরফরাজ খান প্রত্যেকেই টিমে থাকবেন। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে লোকেশ রাহুলের টেস্ট টিমে থাকার সম্ভাবনা কম। তেমনই বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে জশপ্রীত বুমরাহকে। বাংলাদেশের পর ঘরের মাঠে নিউজিল‌্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ রয়েছে। তারপর লম্বা অস্ট্রেলিয়া সফর। সেখান গিয়ে পাঁচ টেস্ট খেলতে হবে রোহিত শর্মাদের। সেই কথা মাথায় রেখেই বাংলাদেশের বিরুদ্ধে বুমরাহকে বিশ্রাম দেওয়া ভাবনা রয়েছে। টেস্ট টিমে চলে আসতে পারেন অর্শদীপ সিং। এছাড়া মহম্মদ সিরাজ থাকবেন। বাংলার মুকেশ কুমার আর আকাশদীপেরও বাংলাদেশ সিরিজের টিমে থাকার সম্ভাবনা প্রবল। 

[আরও পড়ুন: ‘এখন সবাই ইস্টবেঙ্গলে খেলতে চায়, এটাই পরিবর্তন’, আইএসএলের আগে প্রত্যয়ী কুয়াদ্রাত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গাড়ি দুর্ঘটনার জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন।
  • আইপিএলে ফেরার পর জাতীয় দলেও ফিরেছেন।
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। এবার টেস্ট দলেও প্রত্যাবর্তন হতে চলেছে ঋষভ পন্থের।
Advertisement