সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় পদক্ষেপ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। দিওয়ালি মিটতেই স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করলেন তিনি। একই সঙ্গে ব্রিটেনের বিদেশ সচিব হিসেবে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে এনে নতুন চমক দিয়েছেন সুনাক। তাৎপর্যপূর্ণ ভাবে, ব্রেভারম্যানের ‘ভারত বিদ্বেষ’ অজানা নয়। নিজে ভারতীয় বংশোদ্ভূত হলেও অভিবাসীদের প্রতি তাঁর মনোভাব বিরূপ। অতীতে দিল্লি-লন্ডন মুক্তবাণিজ্য চুক্তির বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি।
কেন সরানো হয়েছে সুয়েলাকে?
ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করে জলঘোলা করেছেন সুয়েলা। চলতি মাসেই তাঁর লেখা একটি প্রবন্ধ প্রকাশিত হয়। যার ছত্রে ছত্রে ছিল লন্ডন পুলিশের কড়া সমালোচনা। সুয়েলার দাবি, লন্ডনে প্যালেস্টাইনপন্থীদের মিছিল সামলাতে যথেষ্ট নমনীয় ভূমিকা পালন করেছেন উর্দিধারীরা। উলটে দক্ষিণপন্থীদের বিরুদ্ধে কড়া মনোভাব দেখান তাঁরা। ইজরায়েল ও হামাসের যুদ্ধের আবহে গাজায় সংঘর্ষ বিরতির দাবিতে লন্ডনে প্যালেস্টাইনপন্থীরা ওই মিছিল বের করেছিলেন।
[আরও পড়ুন: ইউক্রেনকে কাবু করতে প্রকৃতিই ভরসা রাশিয়ার! কী ছক কষছেন পুতিন?]
তবে এ হিমশৈলের চূড়ামাত্র। গত বছরের অক্টোবরে তৎকালীন লিজ ট্রাস মন্ত্রিসভার সদস্য থাকাকালীন শরণার্থীদের রোয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দেন ব্রেভারম্যান। শুধু তাই নয়, ভারতীয় অভিবাসীদের নিয়ে বার বার আলটপকা মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন তিনি। ২০২২-এর এশিয়া কাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের প্রভাবে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়েছিল ব্রিটেনে। মূলত, লেইসেস্টারে ছড়িয়ে পড়ে সংঘাতের আগুন। এর নেপথ্যে অভিবাসী যোগ রয়েছে বলেও অভিযোগ করেছিলেন সুয়েলা। ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (FTA)-র ঘোর বিরোধী তিনি।
এদিকে, ব্রিটেনের নতুন বিদেশ সচিব হয়েছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সোমবার ক্যামেরনের হাতে এ দায়িত্ব তুলে দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ডাউনিং স্ট্রিটে ক্যামেরনের এই হঠাৎ প্রত্যাবর্তন সকলকে বিস্মিত করেছে। অবশ্য নিজের মন্ত্রিসভার শীর্ষপদে একের পর এক রদবদল এনে সোমবার বেশ কিছু চমক দিয়েছেন প্রধানমন্ত্রী সুনাক। ব্রেভারম্যানকে সরিয়ে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে জেমস ক্লেভারলিকে, যিনি এতদিন বিদেশ দপ্তর সামলানোর দায়িত্বে ছিলেন।