shono
Advertisement

বলিউডি কায়দায় সোনার দোকানে ডাকাতি, মালদহের ভরা বাজারে তাণ্ডব বন্দুকবাজের

কয়েক লক্ষ টাকার গয়না হাতিয়ে চম্পট।
Posted: 08:12 PM Dec 25, 2023Updated: 08:42 PM Dec 25, 2023

বাবুল হক, মালদহ: বড়দিনে সোনার দোকানে ডাকাতি। বারাকপুর, পুরুলিয়া, নদিয়ার পর এবার মালদহের (Maldah) সোনার দোকানে হানা দিল দুষ্কৃতীরা। বড়দিনে সন্ধেয় আলোয় উজ্জ্বল জনবহুল চাঁচোল বাজারে বন্দুক উঁচিয়ে হানা দেয় ডাকাত দল। শেষ পাওয়া খবর অনুযায়ী দোকানে থাকা সমস্ত সোনা গয়না হাতিয়ে চম্পট দিয়েছে তারা। পালানোর সময় বেশ কয়েক রাউন্ড গুলিও চালায়। খবর পেয়ে পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

Advertisement

উৎসবের মেজাজে মেতে গোটা রাজ্য। মালদহও ব্যতিক্রম নয়। বড়দিনের মৌতাতে মজে চাঁচোলের বাসিন্দারা। আলো. সেজেছে চাঁচোল বাজারও। সন্ধেয় বাইকে চেপে আচমকা হানা দেয় ৫ জন দুষ্কৃতীর একটি দল। স্থানীয় সূত্রে খবর, তাদের মুখ ঢাকা ছিল হেলমেটে। দোকানে ঢুকে লুটপাট চালিয়ে বাইকে চেপে চম্পট দেয়। বেরনোর সময় কয়েক রাউন্ড গুলিও ছোড়ে বলে খবর। তবে হতাহতের কোনও খবর নেই। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে বাজারের লোকজন। চাঁচোল থানা থেকে ঢিল ছোড় দুরত্বে এধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই  নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

[আরও পড়ুন: ৩ রাজ্যে ‘ইন্ডিয়া’র শরিকদের সঙ্গে জোট হয়নি কেন? হারের ব্যাখ্যা চাইলেন রাহুল]

জানা গিয়েছে, দোকানের সর্বস্ব লুট করে নিয়ে গিয়েছে ডাকাতদল। তবে ক্ষয়ক্ষতির সঠিক টাকার অঙ্ক এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বাজারের ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, এক বছর আগে হওয়া ডাকাতির কিনারা এখনও করতে পারেনি পুলিশ। তাদের ঢিলেঢালা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে ব্যবসায়ীরা। 

[আরও পড়ুন: মদ কেনার টাকা দেয়নি কেন, মেজাজ হারিয়ে মাকেই খুন যুবকের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার