shono
Advertisement

‘শচীন-বিরাটের মতো কিংবদন্তি হবে’, শুভমান গিলকে নিয়ে ভবিষ্যদ্বাণী বিশ্বজয়ী তারকার

চলতি বছরে ইতিমধ্যেই ছ'টি সেঞ্চুরি হাঁকিয়েছেন গিল।
Posted: 01:13 PM May 18, 2023Updated: 01:13 PM May 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দিনে শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) ও বিরাট কোহলির (Virat Kohli) মতোই কিংবদন্তি হয়ে উঠবেন শুভমান গিল। এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা (Robin Uthappa)। প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। আইপিএলেও শতরান করে ফেলেছেন। মাত্র ২৩ বছর বয়সেই একাধিক নজির গড়ে ফেলেছেন শুভমান গিল। ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন এই তরুণ ক্রিকেটারই।

Advertisement

গত পাঁচ মাসে সব ফরম্যাট মিলিয়ে ছ’টি সেঞ্চুরি হাঁকিয়েছেন গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিরাটের নজিরও ভেঙেছেন। চলতি আইপিএলেও নজরকাড়া ফর্মে আছেন গিল। পাঁচটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি-সহ মোট ৫৭৬ রান করেছেন তিনি। এহেন পারফরম্যান্স দেখে মুগ্ধ উথাপ্পার মত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ রয়েছে শুভমানের হাতেই। 

[আরও পড়ুন: এগরা বিস্ফোরণ: ৪৮ ঘণ্টা পর মিলল সাফল্য, ওড়িশা থেকে পুলিশের জালে ভানু বাগ]

একটি সাক্ষাৎকার দিতে গিয়ে উথাপ্পা বলেন, “শুভমান অত্যন্ত সম্ভাবনাময়। আগামী দিনে শচীন তেণ্ডুলকর বা বিরাট কোহলির মতো কিংবদন্তি হয়ে উঠতে পারে ও। সেরকম দক্ষতা রয়েছে গিলের মধ্যে। এখন দুরন্ত ফর্মে রয়েছে ও, অসাধারণ ক্রিকেট খেলছে।” উথাপ্পার সাফ দাবি, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ রয়েছে শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের হাতেই।

আইপিএলের দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকানোর পর জাতীয় দলে সুযোগ দেওয়া হোক যশস্বীকে, এমনটাই দাবি করেছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ। তবে এখনই সেটা চাইছেন না উথাপ্পা। তিনি বলেন, “২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব বেশি সময় হাতে নেই। এখনই নতুন কোনও খেলোয়াড়কে নিলে জাতীয় দলের প্ল্যানিং নষ্ট হয়ে যাবে।” 

[আরও পড়ুন: তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, তিন রাজ্যেই চলবে জাল্লিকাট্টু, বৈধতা বহাল রাখল সুপ্রিম কোর্ট]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement