shono
Advertisement

Breaking News

Rocket Boys Review: দুই প্রথিতযশা বিজ্ঞানীর উত্তরণের কাহিনি ‘রকেট বয়েজ’, কেমন হল নতুন এই ওয়েব সিরিজ?

ইতিহাসের এক বাস্তব দলিল।
Posted: 06:20 PM Feb 07, 2022Updated: 06:20 PM Feb 07, 2022

সুপর্ণা মজুমদার: হোমি জাহাঙ্গীর ভাবা এবং বিক্রম সারাভাই।  একজন ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামের জনক, আরেকজন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ। দুই প্রথিতযশা ব্যক্তিত্বকে নিয়েই তৈরি সোনি লিভ  (Sony LIV) প্ল্যাটফর্মের সিরিজ ‘রকেট বয়েজ’ (Rocket Boys)। নামের মধ্যেই লুকিয়ে রয়েছে দুরন্ত উত্তরণের এক গল্প। তাই পরিচালক অভয় পান্নুর অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। 

Advertisement

আটটি এপিসোডের মাধ্যমে দুই প্রথিতযশা বিজ্ঞানীর কাহিনি দেখানো হয়েছে। ছাত্র ও শিক্ষক হিসেবে হোমি জাহাঙ্গীর ভাবা এবং বিক্রম সারাভাইয়ের সম্পর্কের শুরু। তারপর বন্ধুত্ব। যে বন্ধুত্ব ভারতের বিজ্ঞানমহলের অন্যতম সম্পদ।  নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে দু’জনের সম্পর্ক। ব্যক্তিগত টানাপোড়েন, মতভেদও ছিল। কিন্তু নিজেদের লক্ষ্যে অটল থেকেছেন একরোখা মানুষগুলো। সেই কাহিনিই তুলে ধরেছেন পরিচালক। নিজের রসদ হিসেবে পেয়েছেন ভাল কিছু অভিনেতা। 

[আরও পড়ুন: ‘আল্লাহ তেরো নাম, ঈশ্বর তেরো নাম’, লতার শেষযাত্রায় শাহরুখের প্রার্থনায় ফুটে উঠল আসল ভারত]

সিরিজে হোমি জাহাঙ্গীর ভাবার চরিত্রে অভিনয় করেছেন জিম সর্ভ (Jim Sarbh)। বিক্রম সারাভাইয়ের ভূমিকায় ইশওয়াক সিং (Ishwak Singh)। দু’জনেই অভিনয়ের জোরে গল্প এগিয়ে নিয়ে গিয়েছেন। তবে আটটি এপিসোডের সবচেয়ে বড় সম্পদ সহ-অভিনেতারা। মৃণালিনী সারাভাইয়ের চরিত্রে রেজিনা কাসান্দ্রা, পরভানা ইরানির চরিত্রে সাবা আজাদ, রাজা মেহেদির ভূমিকায় দিব্যেন্দু ভট্টাচার্যের অভিনয় ভাল লাগে। 

তবে চমকে দিয়েছেন রজিত কাপুর। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ভূমিকায় তিনি অনবদ্য। নেহেরুর বাচনভঙ্গি সুন্দরভাবে রপ্ত করেছেন তিনি। তার টানাপোড়েন ফুটিয়ে তুলেছেন। এ পি জে আবদুল কালামের চরিত্রে অর্জুন রাধাকৃষ্ণাণকে তেমন মানানসই মনে হল না। তবে চেষ্টা তিনি আপ্রাণ করেছেন। সিরিজের মাঝে সেই সময়ের তথ্যচিত্রের কিছু ফুটেজ ব্যবহার করেছেন পরিচালক। তাতে প্রেক্ষাপট বুঝতে সুবিধা হয়েছে। এমন সিরিজ তৈরি করতে যথেষ্ট গবেষণার প্রয়োজন। আর তা করেছেন পরিচালক অভয়। তবে মাঝে মধ্যে সিরিজের গল্প বেশ ধীর গতির। শেষটাও একটু নাটকীয়ভাবেই সাফল্যের গাথা দিয়ে করেছেন। এটুকু ত্রুটি বাদ দিলে বাস্তবের এই দলিল একবার দেখেই নেওয়া যায়।

  • সিরিজ – রকেট বয়েজ
  • পরিচালনা – অভয় পান্নু
  • অভিনয়ে – জিম সর্ভ, ইশওয়াক সিং, রজিত কাপুর, রেজিনা কাসান্দ্রা, সাবা আজাদ, দিব্যেন্দু ভট্টাচার্য, অর্জুন রাধাকৃষ্ণাণ

[আরও পড়ুন: জীবনের প্রথম আয় মোটে ২৫ টাকা, কত টাকার সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement