shono
Advertisement

Breaking News

এখনও বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা, তথ্য দিল রাষ্ট্রসংঘ

মোট সংখ্যাটা ১১ লক্ষ ছাড়িয়েছে। The post এখনও বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা, তথ্য দিল রাষ্ট্রসংঘ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:11 AM Dec 10, 2017Updated: 01:01 PM Sep 20, 2019

সুকুমার সরকার, ঢাকা: রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ-মায়ানমার চুক্তি হয়েছে বটে কিন্তু খোদ রাষ্ট্রসংঘের হিসেব অনুযায়ী, গত এক সপ্তাহে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলিতে অন্তত ২০ হাজার রোহিঙ্গা বৃদ্ধি পেয়েছে। নভেম্বরের শেষ দিকে ৬ লক্ষ ২৬ হাজার রোহিঙ্গা থাকলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহে তা ৬ লক্ষ ৪৬ হাজারে দাঁড়িয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) বরাতে বলেছেন, মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা আগের থেকে অনেকখানি বৃদ্ধি পেয়েছে। তিনি সংস্থার প্রধান কার্যালয় নিউইয়র্কে শুক্রবার এ তথ্য তুলে ধরেন।

Advertisement

[রোহিঙ্গা ইস্যুতে গোটা বিশ্বকে এগিয়ে আসার আহ্বান পোপের]

রাষ্ট্রসংঘ বর্তমানে ৬ লক্ষ ৪৬ হাজার বললেও রাখাইন রাজ্যে অব্যাহত অত্যাচারে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৭ লক্ষেরও বেশি বলে মনে করছেন স্থানীয়রা। কারণ, বেসরকারি হিসেবে সংখ্যাটা এক লক্ষ বেশি। এছাড়া আগে থেকেই ৪ লক্ষের বেশি রোহিঙ্গা কক্সবাজারে থাকেন। এতে মোট সংখ্যাটা ১১ লক্ষ ছাড়িয়েছে। ঘটনার শুরু গত ২৪ আগস্ট রাতে রাতে রাখাইন রাজ্যে পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে বিচ্ছিন্ন সন্ত্রাসী হামলা ঘটে। এর জেরে ‘অভিযানের’ নামে মায়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যালীলা চালাতে থাকে। ফলে লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে নিরাপদ আশ্রয়ের জন্য চলে আসেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জাতিগত দ্বন্দ্বের জেরে ২০১৬ সালের অক্টোবর থেকে দেশটির উত্তর-পূর্ব রাখাইন রাজ্যে বসবাসরত মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে সে দেশের সেনাবাহিনী। হিংস্রতার শিকার হয়ে গত বছরের অক্টোবরেও প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

[রোহিঙ্গাদের ফেরাতে ঢাকাকে সহযোগিতার আশ্বাস নয়াদিল্লির]

The post এখনও বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা, তথ্য দিল রাষ্ট্রসংঘ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement