সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। টেস্ট সিরিজে মহম্মদ শামিকে (Mohammed Shami) পাচ্ছে না টিম ইন্ডিয়া। শামির অভাব অনুভূত হবে বলে জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
বিশ্বকাপে বল হাতে আগুন জ্বালিয়েছেন মহম্মদ শামি। কিন্তু বিশ্বকাপের পরে জানা যায়, গোড়ালির চোট নিয়ে গোটা বিশ্বকাপে খেলেছিলেন মহম্মদ শামি। দক্ষিণ আফ্রিকায় টেস্ট দলে খেলবেন কিনা, তা নিয়েও সন্দেহ ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে সেরে উঠতে পারেননি শামি। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্টে নামতে পারছেন না শামি। তাঁর অনুপস্থিতি ভারতীয় দলের জন্য বড় ধাক্কা বলে মনে করেন রোহিত।
[আরও পড়ুন: কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি! প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে পুলিশে প্রাক্তন নাইট তারকা]
সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ককে বলতে শোনা গিয়েছে, ”অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ। আমরা দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনওই সিরিজ জিতিনি। এবার বড় সুযোগ আমাদের সামনে। গত দুবার আমরা সিরিজ জয়ের কাছাকাছি পৌঁছেও জিততে পারিনি। ওই দুবারের পারফরম্যান্স আমাদের আরও ভালো করার প্রেরণা জুগিয়েছে। আমাদের সিমাররা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় বেশ ভালো পারফরম্যান্স করেছে। সিমাররা ওদের ওজন বুঝিয়েছে। তবে শামি না থাকায় ওর অভাব আমরা অনুভব করব।”
[আরও পড়ুন: ‘ইতনা মেহনত কিয়া হ্যায় তো…’, টেস্ট সিরিজের আগে কীসের ইঙ্গিত দিলেন রোহিত?]
বর্তমান ভারতীয় বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শামিই। দক্ষিণ আফ্রিকার মাটিতে ৮টি ম্যাচে শামি নিয়েছেন ৩৫টি উইকেট। সেই শামিরই সাহায্য এবার পাবেন না রোহিত শর্মা।