সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত-ধাওয়ান-বিরাট। ভারতীয় ক্রিকেটের টপ অর্ডারের স্তম্ভ ছিলেন দীর্ঘদিন। একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন, জিতেছেন। অসংখ্য ট্রফি ঢুকেছে টিম ইন্ডিয়ার ঝুলিতে। যদিও সেই জুটি ভেঙে গিয়েছে অনেকদিন। বিরাট-রোহিতরা এখনও ভারতের জার্সি গায়ে দিলেও সদ্য অবসর নিয়েছেন শিখর ধাওয়ান। ভারতীয় ক্রিকেটের 'গব্বর'-এর অবসরের পর বার্তা দিলেন রোহিত-বিরাট।
সাম্প্রতিক সময়ে সফল ওপেনিং জুটির কথা উঠলে স্বাভাবিকভাবেই মনে আসবে রোহিত ও ধাওয়ানের কথা। একসঙ্গে ১১৫টি ইনিংস খেলেছেন দুজনে। ৪৪ গড়ে করেছে ৫১৪৮ রান। যার সূত্রপাত ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। সেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হন শিখর। অবশেষে গত শনিবার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় তাঁকে উদ্দেশ্য করে হিটম্যান লিখেছেন, "ঘর ভাগ করে নেওয়া থেকে মাঠে আজীবনের স্মৃতি ভাগ করা। উলটো দিক থেকে তুমি সব সময় আমার কাজ সহজ করে দিয়েছ। দ্য আল্টিমেট জাট।"
[আরও পড়ুন: ঘরের মাঠে পিয়ারলেসের বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গলের, লিগে এখনও অপরাজিত লাল-হলুদ]
ওপেনিং জুটি থেকে রোহিত আউট হয়ে গেলে তিন নম্বরে নামতেন বিরাট কোহলি। দুই দিল্লির ক্রিকেটার একসঙ্গে কম রান করেননি। ৬০ ম্যাচে দুজনে করেছেন ৩,৪৩০ রান। গড় ৬০ রানেরও বেশি। এক্স হ্যান্ডেলে বিরাট লিখেছেন, "ভয়ডরহীন অভিষেক থেকে ভারতের অন্যতম ভরসাযোগ্য ওপেনার হয়ে ওঠা। আনন্দ করার জন্য প্রচুর মুহূর্ত উপহার দিয়েছ তুমি। খেলার প্রতি তোমার ভালোবাসা, খেলোয়াড়ি মনোভাব, সেই চেনা হাসি, দুরন্ত সব পারফরম্যান্স এবং হৃদয় উজাড় করে সামনে এসে দাঁড়ানো। মাঠের বাইরে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানাই গব্বর।"
[আরও পড়ুন: বাংলাদেশ ‘ব্রাত্য’ করলে মার্কিন টিমের পথ খুলতে পারে শাকিবের]
অবসরের পর ধাওয়ানের মুখেও শোনা গিয়েছিল তিন ক্রিকেটারের সাফল্যের কথা। তিনি বলেছিলেন, "আমার পরিষ্কার মনে আছে বিরাট, রোহিত ও আমি ৫ বছরে ১০০ সেঞ্চুরি করেছি। রবি শাস্ত্রী তখন আমাদের কোচ ছিলেন।" ভারতীয় ক্রিকেট তার পর অনেকটা পথ পাড়ি দিয়েছে। অসংখ্য স্মৃতি উপহার নিয়ে সরে দাঁড়িয়েছেন শিখর ধাওয়ান। ভক্তরা ধন্যবাদ জানাচ্ছেন 'গব্বর'কে।