shono
Advertisement
Rohit Sharma

শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিতের বিরল নজির সত্ত্বেও হার, অসন্তুষ্ট ভারত অধিনায়ক

রোহিত যতক্ষণ ব্যাট করছিলেন, ততক্ষণ মনে হয়নি ভারত ম্যাচ হারতে পারে।
Published By: Arpan DasPosted: 01:12 PM Aug 05, 2024Updated: 01:12 PM Aug 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা ভারত। কিন্তু তার পর ওডিআইতে টিম ইন্ডিয়ার যাত্রা খুব একটা ভালো হয়নি। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে প্রথম ম্যাচ টাই হয়েছিল। দ্বিতীয় ম্যাচে রোহিতরা হেরে যান ৩২ রানে। যদিও সেই ম্যাচে বিরল রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি ভারত। যদিও রোহিত যতক্ষণ ব্যাট করছিলেন, ততক্ষণ মনেই হয়নি ভারত ম্যাচ হারতে পারে। যেই বল করতে আসুক না কেন, সব পড়ছিল মাঠের বাইরে। ৪৪ বলে ৬৪ রান করে আউট হন তিনি। ৫টি চারের সঙ্গে ৪টি ছয়ও ছিল তাঁর ইনিংসে। আর তাতেই অনন্য নজির গড়লেন হিটম্যান।

[আরও পড়ুন: একই সময়ে দৌড় শেষ দুজনের! কোন অঙ্কে ১০০ মিটারে সোনার পদক পেলেন মার্কিন তারকা?

প্রথম ভারতীয় ওপেনার হিসেবে ওডিআইতে ৩০০ ছক্কা হাঁকালেন তিনি। ১৭৭ ম্যাচে রোহিত ছয় মেরেছেন ৩০২টি। এই রেকর্ডে ক্রিকেটবিশ্বে দ্বিতীয় স্থানে আছে তাঁর নাম। তালিকায় ২৮০ ম্যাচে ৩২৮টি ছয় নিয়ে সবার উপরে আছেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ক্রিস গেল। যদিও ওডিআইতে সব মিলিয়ে মোট ৩৩০টি ছয় আছে তাঁর। পাকিস্তানের সইদ আফ্রিদি (৩৫১টি ছয়) ও ক্রিস গেলের (৩৩১টি ছয়) পরেই রয়েছেন হিটম্যান। এদিন আরেকটি রেকর্ডও ভেঙে দেন তিনি। এত দিন ওপেনার হিসেবে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ১২০টা হাফসেঞ্চুরি ছিল শচীন তেণ্ডুলকরের। তাঁকে টপকে ১২১টা হাফসেঞ্চুরি করলেন রোহিত।

[আরও পড়ুন: ‘এই টিম সোনা জিততে পারে’, ভারতীয় হকি দলকে নিয়ে আশাবাদী ধনরাজ]

যদিও শেষ পর্যন্ত হার মানতে হয় গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন দলকে। যা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট ভারত অধিনায়ক। ম্যাচের পর রোহিত বলেন, "আমি যথেষ্ট ভালো খেলতে পারিনি। যেরকম খেলেছি, সেদিকে আর ফিরে তাকাতে চাই না। কিন্তু মাঝের দিকে আমরা যেরকম ব্যাট করেছি, সেটা নিয়ে কথা বলব। একটা ম্যাচ হারলে সবকিছুই খারাপ লাগে। আপনাকে ধারাবাহিকভাবে ভালো খেলে যেতে হবে। আমরা সেটা করতে পারিনি। খারাপ তো লাগছেই। তবে এগুলো হতেই থাকে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা ভারত।
  • কিন্তু তার পর ওডিআইতে টিম ইন্ডিয়ার যাত্রা খুব একটা ভালো হয়নি।
  • সেই ম্যাচে বিরল রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক।
Advertisement