সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) দুঃসময় অব্যাহত। পরপর চার টেস্টের একটি ইনিংসেও হাফসেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে এক অজ্ঞাতনামা নেট বোলারের কাছেও ধরাশায়ী হলেন ভারত অধিনায়ক। সিরিজের মরণবাঁচন ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের চিন্তা বাড়াচ্ছে অধিনায়কের ফর্ম।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট (India vs England)। তার আগে রাজকোটে অনুশীলনে নেমে পড়েছে ভারতীয় দল। সূত্রের খবর, শুরুতেই সুইং বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং শুরু করেন হিটম্যান। তবে প্রথম থেকেই অস্বস্তিত পড়তে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, পরপর দুই বলে রোহিতকে আউট করে দেন এক নেট বোলার। প্রথমবার বিষাক্ত ইনসুইং গিয়ে ভেঙে দেয় রোহিতের মিডল স্টাম্প। তার ঠিক পরের বলেই আউট সুইং বলে খোঁচা মেরে আউট হয়ে যান।
[আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জোড়া অভিষেকের সম্ভাবনা, পিচের চরিত্র নিয়ে জল্পনা]
উল্লেখ্য, বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই রোহিতের ব্যাটে রানের খরা। দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর ৩৯। দেশে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধেও রান পাননি হিটম্যান। প্রথম টেস্টে আগ্রাসী মেজাজে রান তোলা শুরু করলেও বড় রান পাননি। দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমের ঘূর্ণি পিচে একেবারে ব্যর্থ হিটম্যান। তৃতীয় টেস্টে রান পেতে মরিয়া তিনি।
তবে রাজকোট টেস্ট শুরুর আগেই ব্যাকফুটে ভারত। কারণটা অবশ্যিই চোট-আঘাত সমস্যায় টিমের সেরা ক্রিকেটারদের না পাওয়া। তৃতীয় টেস্টে লোকেশ রাহুল খেলতে পারছেন না। চোটের জন্য় নেই শ্রেয়স আইয়ার। ব্যক্তিগত কারণে গোটা সিরিজেই নেই বিরাট কোহলি। এহেন পরিস্থিতিতে রোহিতের রান পাওয়াটা খুবই জরুরি, মত ক্রিকেটমহলের।