সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর সোনার সময় ফেলে এসেছেন। যে সে নন, ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিওফ্রে বয়কট (Geoffrey Boycott) সমালোচনা করেছিলেন হিটম্যানের।
ধরমশালায় রোহিত শর্মা তূরীয় মেজাজে ধরা দিলেন। ইংল্যান্ড বোলারদের মাঠের যত্রতত্র ফেলে সেঞ্চুরি হাঁকালেন। তার পরে বয়কটকে জবাব দিলেন রোহিত ভক্তরা। সোশাল মিডিয়ায় ভক্তরা লিখলেন, রোহিত শর্মা তাঁর সমালোচকদের লজ্জায় ফেলতেই ভালোবাসে।
[আরও পড়ুন: রোহিত-গিলের দেখানো পথে তরুণরা, ধরমশালায় রানের পাহাড়ে ভারত, ধুঁকছে ইংল্যান্ড]
ধরমশালায় কেরিয়ারের ১২ নম্বর টেস্ট সেঞ্চুরি হাঁকালেন রোহিত।অধিনায়ক হিসাবে চতুর্থ।চলতি সিরিজের দ্বিতীয়।শতরানের নিরিখে কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক। সেঞ্চুরির নিরিখে রোহিতের উপরে রয়েছেন শুধু বিরাট কোহলি এবং শচীন তেণ্ডুলকর।
ধরমশালায় রোহিত সেঞ্চুরি হাঁকানোর পরে এক ভক্ত সোশাল মিডিয়ায় লিখলেন, ”কয়েক সপ্তাহ আগে ইংল্যান্ডের কিংবদন্তি বয়কট বলেছিলেন ভারত অধিনায়কের বয়স ৩৭ আর বড় স্কোর করতে পারবে না। তার পরে ভারত অধিনায়ক দুটো সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেছে। হিটম্যান তাঁর সমালোচকদের বিব্রত করতেই পছন্দ করেন।”
আরেক ভক্ত প্রায় একইরকম লিখেছেন সোশাল মিডিয়ায়, ”ওদের ক্যাপ্টেন রোহিত শর্মার বয়স হয়ে গিয়েছে ৩৭, আসল সময় ফেলে এসেছে। তার পরে রোহিত শর্মা ২টো সেঞ্চুরি এবং একটি পঞ্চাশ করেছে। দিস ইজ হিটম্যান ফর ইউ। ব্যাটেই জবাব দিলেন রোহিত। কুর্নিশ জানাই।”