সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে রয়েছেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তা সত্ত্বেও ফিল্ডিং সাজাচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর নির্দেশ মেনে দৌড়ে গিয়ে নিজের পজিশনও পালটে ফেললেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই ঘটল এমন ঘটনা। ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও।
বুধবার হায়দরাবাদের ঘরের মাঠে ট্র্যাভিস হেড-অভিষেক শর্মাদের দাপটে দিশেহারা হয়ে পড়ে মুম্বই বোলিং। কোনও বোলারকেই রেয়াত করেননি অরেঞ্জ আর্মির ব্যাটাররা। শেষ পর্যন্ত আইপিএলের (IPL 2024) ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান তোলে হায়দরাবাদ। একমাত্র জশপ্রীত বুমরাহ ছাড়া সব বোলারই ওভারপিছু দশের বেশি রান দিয়েছেন। ২৭৭ রানে গিয়ে শেষ হয় হেনরিক ক্লাসেনদের ইনিংস।
[আরও পড়ুন: এখনও বিশ্বকাপের যোগ্যতা অর্জনে পর্বে তৃতীয় রাউন্ডে যেতে পারে ভারত, আশায় ইগর]
হায়দরাবাদের ইনিংস চলাকালীনই দেখা যায়, মুম্বইয়ের অধিনায়কত্ব সামলাচ্ছেন রোহিত। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাত নেড়ে ফিল্ডিং সাজাতে থাকেন। পরিকল্পনা অনুযায়ী মাঠের নির্দিষ্ট জায়গায় যেতে বলছেন সংশ্লিষ্ট ফিল্ডারকে। বাদ পড়েননি হার্দিক পাণ্ডিয়াও। তাঁকেও বেশ খানিকটা দূরে ফিল্ডিং করতে নির্দেশ দেন ‘অধিনায়ক’ রোহিত। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে দেখা যায় হার্দিককে। ম্যাচের সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
ভিডিও দেখেই নেটিজেনদের মন্তব্য, এবার নিজের জায়গাটা বুঝবেন হার্দিক। একজন বলেন, “রোহিতকে গিয়ে পাণ্ডিয়া বলেছে, দাদা আজকের দিনটা বাঁচিয়ে দাও।” অনেকের আবার মনে পড়ছে আইপিএলে মুম্বইয়ের প্রথম ম্যাচের কথা। ৩০ গজের মধ্যে ফিল্ডিং করা রোহিতকে বাউন্ডারি লাইনে পাঠিয়েছিলেন হার্দিক। এদিন তার পালটা দিলেন ভারত অধিনায়ক। যদিও রোহিতের নির্দেশে কোনও লাভ হয়নি। হায়দরাবাদের বিরুদ্ধেও ম্যাচ হারে হার্দিকের মুম্বই।